Chemistry, asked by debnathind, 5 hours ago

একটি জৈব যৌগে ভর অনুপাতে 0.031 ফসফরাস আছে।যদি ঐ যৌগটির একটি অনুতে একটি ই ফসফরাস পরমানু থাকে তবে যৌগটির মোলার আয়তন কত? যৌগটির একটি অনুর আয়তন সম্বন্ধে তুমি কি বলতে পারবে।​

Answers

Answered by pulakmath007
2

সমাধান

বলা আছে

  • একটি জৈব যৌগে ভর অনুপাতে 0.031 ফসফরাস আছে।

  • যৌগটির একটি অনুতে একটি ই ফসফরাস পরমানু থাকে

নির্ণয় করতে হবে

  • যৌগটির মোলার আয়তন

  • যৌগটির একটি অনুর আয়তন

উত্তর

বলা আছে একটি জৈব যৌগে ভর অনুপাতে 0.031 ফসফরাস আছে

তাহলে 100 গ্রাম জৈব যৌগে ফসফরাস আছে 0.031 গ্রাম

অন্য ভাবে বলা যায় ,

0.031 গ্রাম ফসফরাস আছে 100 গ্রাম জৈব যৌগে

∴ 1 গ্রাম ফসফরাস আছে 100/0.031 গ্রাম জৈব যৌগে

ফসফরাসের আণবিক ভর = 31

তাহলে 31 গ্রাম ফসফরাস আছে

= ( 31 × 100) /0.031 গ্রাম জৈব যৌগে

= 100000 গ্রাম জৈব যৌগে

যৌগটির মোলার ভর = 100000 গ্রাম / মোল

অ্যাভাগাড্রো সূত্র অনুসারে ,

22.4 লিটারে অণু আছে =  \sf{6.023 \times  {10}^{23} }

সুতরাং যৌগটির একটি অনুর আয়তন

 \sf{ =  \dfrac{22.4}{6.023 \times  {10}^{23} } \:  \: litre }

 \sf{ = 3.72 \times  {10}^{ - 23}  \:  \: litre }

━━━━━━━━━━━━━━━━

Brainly থেকে আরো জানুন :-

1. এমন একটি চার অঙ্কের সংখ্যা লেখ যাকে কার্ডের মাধ্যমে প্রকাশ করলে 4 টি হাজারের কার্ড থাকবে।

https://brainly.in/question/42462957

2. ৬ এর স্থানীয় মান ৬×১০০এই স্থানীয় মানযুক্ত সংখ্যা টি হলো?

https://brainly.in/question/42839004

Similar questions