Geography, asked by mdaa84675, 1 month ago

। ১৩। গ্রিনিচে সকাল ১০টা হলে ৩০° পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময় কত? ​

Answers

Answered by akichanbaby650
0

Answer:

see your ans in attached pic

Attachments:
Answered by Anonymous
0

প্রদত্ত,

গ্রিনিচের সময় = সকাল ১০টা (10 am)

প্রদত্ত স্থানের অবস্থান = ৩০° পূর্ব দ্রাঘিমা

নির্ণেয়,

প্রদত্ত স্থানের স্থানীয় সময়।

সমাধান,

প্রদত্ত গাণিতিক সমস্যাটি আমরা সহজেই নিম্নলিখিত উপায় সমাধান করতে পারি।

গ্রিনিচের দ্রাঘিমা = ০° (শূন্য ডিগ্রি)

প্রদত্ত স্থান এবং গ্রিনিচের মধ্যেকার দ্রাঘিমার পার্থক্য = ৩০°-০° = ৩০°

এখন আমরা জানি যে,

১° দ্রাঘিমার পার্থক্য = ৪ মিনিট সময়ের পার্থক্য

৩০° দ্রাঘিমার পার্থক্য = ৩০ x ৪ = ১২০ মিনিট = ২ ঘন্টা সময়ের পার্থক্য

(যেহেতু, ১ ঘন্টা = ৬০ মিনিট, তাই ১২০ মিনিট = ২ ঘন্টা)

এখন, প্রদত্ত স্থানটি গ্রিনিচের পূর্বদিকে অবস্থিত, তাই প্রদত্ত স্থানটির স্থানীয় সেই মুহূর্তের গ্রিনিচের সময় থেকে এগিয়ে থাকবে।

তাই প্রদত্ত স্থানটির স্থানীয় সময় হবে = সকাল ১০টা + ২ ঘন্টা = দুপুর ১২টা (12pm)

অতএব, প্রদত্ত স্থানটির স্থানীয় সময় দুপুর টা (12pm)

Similar questions