Math, asked by rejinagayeen31457, 5 hours ago

0.81 এর বর্গমূল হবে

Answers

Answered by johnjoshua0210
0

৬২৫-এর বর্গমূল হল ২৫।

গণিতে, বর্গমূল হল সেই সংখ্যা যাকে ঐ একই সংখ্যা দিয়ে গুণ করলে প্রথমোক্ত সংখ্যাটি পাওয়া যায়, অর্থাৎ কোন সংখ্যা a-এর বর্গমূল x বলতে এমন কোনও সংখ্যাকে বোঝায়, যেন x২ = a হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ৯-এর বর্গমূল হচ্ছে ৩। অর্থাৎ, a = ৯ হলে এর বর্গমূল x = ৩। উল্টোভাবে বলা যায়, ৩-এর বর্গ হচ্ছে ৯।

কোন সংখ্যার বর্গমূল বোঝাতে ঐ সংখ্যাটির পূর্বে ‘√’ চিহ্নটি বসানো হয়। যেমন: √২৫ = ৫, √১০০ = ১০, √১ = ১ ইত্যাদি।

চিত্র: বর্গমূলের গাণিতিক রূপ।

Similar questions