0°C উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হল। গ্যাসটির অন্তিম উয়তা কত হবে?
Answers
গ্যাসটির অন্তিম উষ্ণতা হবে 0°C।
প্রদত্ত : 0°C উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হল।
নির্ণেয় : গ্যাসটির অন্তিম উষ্ণতা।
সমাধান :
আমরা নিম্নলিখিত উপায়ে সহজেই প্রদত্ত সমস্যাটির সমাধান করতে পারি।
এখানে আমাদের প্রদত্ত গাণিতিক সূত্রের প্রয়োগ করতে হবে। গাণিতিক সূত্রটি হলো :
এখানে,
- P₁ = গ্যাসের প্রাথমিক চাপ
- V₁ = গ্যাসের প্রাথমিক আয়তন
- T₁ = গ্যাসের প্রাথমিক উষ্ণতা (কেলভিন এককে)
- P₂ = গ্যাসের অন্তিম চাপ
- V₂ = গ্যাসের অন্তিম আয়তন
- T₂ = গ্যাসের অন্তিম উষ্ণতা (কেলভিন এককে)
এই সমস্যাটিতে,
- P₁ = P (ধরি)
- V₁ = V (ধরি)
- T₁ = 0°C = (0+273)K = 273 K
- P₂ = 2 × P = 2P (যেহেতু চাপ দ্বিগুণ করা হলো)
- V₂ = V ÷ 2 = V/2 (যেহেতু আয়তন অর্ধেক করা হলো)
- T₂ = ? (অজ্ঞাত)
প্রদত্ত তথ্যাবলী, পূর্বে উল্লিখিত গাণিতিক সূত্রে ব্যবহার করে পাই :
এখন প্রাথমিক উষ্ণতা (T₁) ছিল 273K বা 0°C। আর, অন্তিম উষ্ণতাও (T₂) হলো 273K বা 0°C। অর্থাৎ, উষ্ণতা অপরিবর্তিত থাকবে।
অতএব, গ্যাসের অন্তিম উষ্ণতা হবে 0°C।
Answer:
গ্যাসটির অন্তিম উষ্ণতা হবে 0°C।
প্রদত্ত : 0°C উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হল।
নির্ণেয় : গ্যাসটির অন্তিম উষ্ণতা।
সমাধান :
আমরা নিম্নলিখিত উপায়ে সহজেই প্রদত্ত সমস্যাটির সমাধান করতে পারি।
এখানে আমাদের প্রদত্ত গাণিতিক সূত্রের প্রয়োগ করতে হবে। গাণিতিক সূত্রটি হলো :
\frac{P_{1}V_{1}}{T_{1}} = \frac{P_{2}V_{2}}{T_{2}}
T
1
P
1
V
1
=
T
2
P
2
V
2
এখানে,
P₁ = গ্যাসের প্রাথমিক চাপ
V₁ = গ্যাসের প্রাথমিক আয়তন
T₁ = গ্যাসের প্রাথমিক উষ্ণতা (কেলভিন এককে)
P₂ = গ্যাসের অন্তিম চাপ
V₂ = গ্যাসের অন্তিম আয়তন
T₂ = গ্যাসের অন্তিম উষ্ণতা (কেলভিন এককে)
এই সমস্যাটিতে,
P₁ = P (ধরি)
V₁ = V (ধরি)
T₁ = 0°C = (0+273)K = 273 K
P₂ = 2 × P = 2P (যেহেতু চাপ দ্বিগুণ করা হলো)
V₂ = V ÷ 2 = V/2 (যেহেতু আয়তন অর্ধেক করা হলো)
T₂ = ? (অজ্ঞাত)
প্রদত্ত তথ্যাবলী, পূর্বে উল্লিখিত গাণিতিক সূত্রে ব্যবহার করে পাই :
\frac{P \times V}{273} = \frac{2P \times \frac {V}{2}}{T_{2}}
273
P×V
=
T
2
2P×
2
V
\frac{P \times V}{273} = \frac{P \times {V}}{T_{2}}
273
P×V
=
T
2
P×V
\frac{1}{273} = \frac{1}{T_{2}}
273
1
=
T
2
1
T_{2} = 273KT
2
=273K
এখন প্রাথমিক উষ্ণতা (T₁) ছিল 273K বা 0°C। আর, অন্তিম উষ্ণতাও (T₂) হলো 273K বা 0°C। অর্থাৎ, উষ্ণতা অপরিবর্তিত থাকবে।
অতএব, গ্যাসের অন্তিম উষ্ণতা হবে 0°C।
Explanation:
I hope I help you