Biology, asked by adirinasarkar43, 3 months ago

২.৩ স্তম্ভ মেলাও ;


ক – বর্গ
চ – বর্গ
কণ্ঠ
==
ট – বর্গ
1 1 1 1 1
र्छ
ত – বর্গ
মূর্ধা
প – বর্গ
তালু​

Answers

Answered by tuscanosion1670
0

Answer:

বাংলা ভাষার ব্যাকরণে মোট পাঁচটি বর্গ আছে। এগুলো হলো ক-বর্গ, চ-বর্গ, ট-বর্গ, ত-বর্গ এবং প-বর্গ।

ক-বর্গ

ক,খ,গ,ঘ,ঙ এই ৫টি বর্ণ নিয়ে যে বর্গ গঠিত তাকে ক-বর্গ বলে।

চ-বর্গ

চ,ছ,জ,ঝ,ঞ এই ৫টি বর্ণ নিয়ে যে বর্গ গঠিত তাকে চ-বর্গ বলে।

ট-বর্গ

ট,ঠ,ড,ঢ,ণ এই ৫টি বর্ণ নিয়ে যে বর্গ গঠিত তাকে ট-বর্গ বলে।

ত-বর্গ

ত,থ,দ,ধ,ন এই ৫টি বর্ণ নিয়ে যে বর্গ গঠিত তাকে ত-বর্গ বলে।

প-বর্গ

প,ফ,ব,ভ,ম এই ৫টি বর্ণ নিয়ে যে বর্গ গঠিত তাকে প-বর্গ বলে।

পরিশেষে বলা যায় যে, মোট ২৫টি বর্ণ নিয়ে বাংলা বর্গ গঠিত এবং ৫টি বর্গের প্রতিটিতে মোট ৫টি করে বর্ণ থাকে।

Similar questions