Math, asked by debraj631, 2 months ago

1 থেকে 10 পর্যন্ত পূর্ণসংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি। এদের মধ্যে মােট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক
সংখ্যা আছে খুজি।​

Answers

Answered by Swarup1998
8

1 থেকে 10 পর্যন্ত পূর্ণসংখ্যাগুলি হল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ও মৌলিক সংখ্যাগুলি হল 2, 3, 5, 7

এদের মধ্যে মোট পূর্ণসংখ্যার \dfrac{2}{5} অংশ মৌলিক সংখ্যা আছে।

সমাধান :

1 থেকে 10 পর্যন্ত পূর্ণসংখ্যাগুলি হল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

আবার, এদের মধ্যে মৌলিক সংখ্যাগুলি হল 2, 3, 5, 7

∴ পূর্ণসংখ্যার সংখ্যা = 10 ও মৌলিক সংখ্যার সংখ্যা = 4

∴ নির্ণেয় ভগ্নাংশটি হল

= \dfrac{1\:থেকে\:10\:পর্যন্ত\:মৌলিক\:সংখ্যার\:সংখ্যা}{1\:থেকে\:10\:পর্যন্ত\:পূর্ণসংখ্যার\:সংখ্যা}

= \dfrac{4}{10}

= \dfrac{2}{5}

মনে রাখার বিষয় :

  • পূর্ণসংখ্যাগুলি শুরু হয় 0 থেকে। অর্থাৎ 0, 1, 2, ... এইভাবে চলতে থাকে।
  • মৌলিক সংখ্যাগুলির উৎপাদক কেবলমাত্র 1 এবং সংখ্যাটি নিজেই। যেমন 2, 3, 5, 7, ...।
  • আবার, 1 মৌলিক বা যৌগিক কোনোটাই নয়।
Similar questions