Science, asked by injamuls9932, 9 months ago

1. নির্দেশমতাে উত্তর দাও ঃ-
ক) কোশের আত্মঘাতি থলি কাকে বলে?​

Answers

Answered by s14646aaaditya01204
3

Answer:

লাইসোসোমগুলি প্রাণী কোষে পাওয়া যায়, এগুলি কোষের আত্মঘাতী ব্যাগ হিসাবেও পরিচিত। একটি মানব কোষে প্রায় 300 টি লাইসোসোম থাকে। এগুলি কেবল বৃহত অণুগুলি হজম করে না তবে কোষের বর্জ্য পণ্যগুলি ভেঙে ফেলার জন্য এবং দায়বদ্ধ। তাদের এনজাইম রয়েছে যা তাদের এই প্রক্রিয়াগুলি চালিয়ে যাওয়ার অনুমতি দেয়।

আমাকে ব্রেইনলিস্ট করুন!

Answered by ItzCuteboy8
236

আপনার প্রশ্ন :-

ক) কোশের আত্মঘাতী থলি কাকে বলে?

আপনার উত্তর :-

লাইসোজোমকে কোশের ‘আত্মঘাতী থলি’ বলা হয় ।

অতিরিক্ত তথ্য :-

সজীব কোশ কোন কারণে ক্ষতিগ্রস্ত হলে সেটির কার্যক্ষমতা নষ্ট হয় । এই অবস্থায় সংশ্লিষ্ট কোশটির লাইসোজোম বিদীর্ণ হয় এবং আর্দ্রবিশ্লেষণ উৎসেচকসমূহ নির্গত হয়ে সমস্ত কিছু ধ্বংস ঘটায় । লাইসোজোম নিজে বিদীর্ণ হয়ে ধ্বংস সাধন করে বলে একে ‘আত্মঘাতী থলি’ বলা হয় ।

Similar questions