Computer Science, asked by jukuriya399, 6 months ago

সিম্বল) কী এর সাহায্যে দাডি,কমা ইত্যাদি দেওয়া যায়।
ঘ) কম্পিউটারের সাহায্যে (ছবি আঁকা যায/ সাইকেল চালানাে যায়)।
ঙ) 1,2,3,4 লিখতে প্রয়ােজন হয় (ক্যাপসলক। নামলক। সিম্বল।
2. শূন্যস্থান পূরণ কব:-
(51= 5)
হল কম্পিউটাবের ব্রেন বা মস্তিষ্ক।
খ) মনিটব হল একটা
ডিভাইস।
গ) ভিডিইউ এর সম্পূর্ণ কথা হল
ঘ) টাইপ করার সময় মনিটবে যে দাগটা দপদপ করতে দেখা যায় তাকে
৬)
এব ভেবে থাকে কম্পিউটাবের প্রযােজনীয় যন্ত্রাংশ।
3. সঠিক লেখায় (v) এবং ভুল লেখায় (X) চিহ্ন দাও :-
(5x1=5)
ক) মনিটবের অপর নাম মাইক্রা প্রসেসর।
)
খ) কম্পিউটার বিদ্যুতের সাহায্যে চলে। ( )
গ) কম্পিউটার হল গননা করার একটি যন্ত্র। ( )
ঘ) সিপিইউ এর অপর নাম ভিডিইউ।​

Answers

Answered by sty27
0

Answer:

স্বস্তিক একটি সংস্কৃত শব্দ। সাধারণ অর্থে কল্যাণ বা মঙ্গল বোঝায়। এর নির্দিষ্ট কোন অর্থ নেই। যেহেতু সূর্য নিজেই সৌভাগ্য, সৃষ্টি এবং জীবনের প্রতীক, তাই সূর্যদেবতার সাথে স্বস্তিক চিহ্নর একধরনের সম্পর্ক টানতে চেয়েছেন অনেকেই। তবে সকল দিক এবং মত অনুসারেই স্বস্তিক শুভের চিহ্ন। হাজার বছর ধরে হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের অনুসারীদের কাছে গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে প্রতীকটি। সংস্কৃত শব্দ স্বস্তিক চিহ্ন। সাধারণ অর্থে কল্যাণ বা মঙ্গল। হাজার বছর ধরে হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের অনুসারীদের কাছে গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে প্রতীকটি।

আরও পড়ুন- কু-প্রভাব থেকে বাড়িকে রক্ষা করতে, বাস্তু মতে পালন করুন এই নিয়মগুলি

সমস্ত দেবদেবীর উপাসনার স্থানে স্বস্তিক চিহ্ন দেওয়ার রীতি রয়েছে। এই শুভ লক্ষণটি সিদ্ধিদাতা গণেশের প্রতীক। এটি বিশ্বাস করা হয় যে স্বস্তিক চিহ্ন দিয়ে পুজো করলে সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পায় এবং কোনও বাধা ছাড়াই উপাসনা শেষ হয়। স্বস্তিক চিহ্ন নেতিবাচক শক্তি অপচয় করে এবং ইতিবাচকতা বাড়ায়। শাস্ত্র মতে, স্বস্তিক চিহ্ন সম্পর্কিত কিছু বিশেষ বিষয় রয়েছে যা সর্বদা যত্ন নেওয়া উচিত তা ব্যবহারের আগে।

স্বস্তিক চিহ্নকে সর্বদা নিঁখুত করে আঁকুন

আপনি বাড়িতে বা মন্দিরে যেখানে স্বস্তিক চিহ্ন দিতে চান তবে তা সেই চিহ্ন খুব স্পষ্ট এবং সুন্দর হওয়া উচিত। অস্পষ্ট এবং পাপপূর্ণ স্বস্তিক চিহ্ন তৈরি করা থেকে বিরত থাকুন। পুজোর সময় যদি কেউ আঁকাবাঁকা স্বস্তিক চিহ্ন দেখেন তবে পুজো সঠিক ভাবে সম্পন্ন হয় না।

mark me as brainlist

Similar questions