Physics, asked by Bipasha2007, 4 months ago

1) বেগ কেন লদ্ধ রাশি?
2) ত্বরণ কেন লদ্ধ রাশি?
3) কাজ কেন লদ্ধ রাশি? ​

Answers

Answered by loaiallnazall
0

Answer:

  1. The endocrine is not necessarily a problem for 2nd generation
Answered by DEBOBROTABHATTACHARY
7

1) বেগ কেন লদ্ধ রাশি?

বেগ=দূরত্ব÷সময়।(দূরত্বের একক মিটার ও সময়ের একক সেকেন্ড)।মিটার ও সেকেন্ড দুটি মৌলিক রাশির সমন্বয়ে বেগের মান বের করতে হয়।তাই বেগ লব্ধ রাশি।

2) ত্বরণ কেন লদ্ধ রাশি?

ত্বরন=বেগ/সময়।

=সরণ/সময়×সময়

যেহেতু কয়েকটি মৌলিক রাশির সমন্বয়ে ত্বরন পাওয়া যায়, তাই এটি একটি লব্ধ রাশি।

3) কাজ কেন লদ্ধ রাশি ?

কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ও বলের দিকে সরণের গুণফল কে কাজ বলে। অর্থাৎ

কাজ = বল x সরণ

= ভর x ত্বরণ x সরণ

= ভর x(বগে)/সময় x সরণ

= ভর x (দুরত্ব)/(সময়)^২ x সরণ

= ভর x ((দুরত্ব)২)/(সময়)^২

সুতরাং দেখা যাচ্ছে যে কাজ কে প্রকাশ করার জন্য ভর, দূরত্ব(দৈর্ঘ্য) ও সময় এই তিনটি মৌলিক রাশির প্রয়োজন। সুতরাং কাজ একটি লব্ধ রাশি।

Similar questions