বর্ণের সাথে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে?
1.চোখ
2.কান
3.নাক
4.জিভ
Answers
Answered by
7
বর্ণের সাথে যে ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে সেটি হল চোখ।
বর্ণ ও চোখের সম্পর্কের মধ্যেকার তাৎপর্য :
- বর্ণ হল রঙের সমার্থক শব্দ। আমরা সকলেই জানি যে এই বর্ণ বা রঙ আমরা আমাদের পরিবেশের বিভিন্ন বস্তুর ক্ষেত্রে 'দেখতে' পাই।
- এখন যে কোন কিছু দেখতে পাওয়ার সঙ্গে সরাসরি যে ইন্দ্রিয়ের যোগাযোগ রয়েছে তা হল আমাদের চোখ।
- তাই বর্ণও আমরা চোখের মাধ্যমে দেখতে পাই। এই দেখতে পাওয়ার বিষয়কেই কেন্দ্র করে বর্ণ ও চোখের মধ্যেকার সম্পর্ক তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
উপরোক্ত আলোচনা থেকে আমরা বর্ণ চোখে সম্পর্কের যে তাৎপর্য আমরা জানতে পারলাম তা থেকে আমরা সহজেই এই সিদ্ধান্তে আসতে পারি যে, বর্ণের সাথে চোখের সরাসরি সম্পর্ক রয়েছে।
Similar questions