History, asked by tofazislam065, 1 month ago

সেদিনের কথা স্মৃতি কথাটি কে লিখেছেন‌‌‌‌‌‌‌?
(1) সরলা দেবী চৌধুরী রানী
(2) আশা লতা সেন
(3) মণিকুন্তলা সেন
(4) মানিক বন্দ্যোপাধ্যায় ​

Answers

Answered by hudaattar123
4

Answer:

সরলা দেবী চৌধুরানী (৯ সেপ্টেম্বর, ১৮৭২- ১৮ আগস্ট, ১৯৪৫) (যিনি সরলা ঘোষাল নামেও পরিচিত) হলেন ঊনবিংশ শতাব্দীর শেষার্ধ এবং বিংশ শতাব্দীর প্রথমার্ধের বিশিষ্ট বাঙালি বুদ্ধিজীবী। ইনি ১৯১০ সালে এলাহাবাদে ভারতের প্রথম মহিলা সংগঠন ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন। ভারতীয় নারীদের উন্নয়নের স্বার্থে স্ত্রীশিক্ষা সহ অন্যান্য বিবিধ কর্মসূচি গ্রহণ করে এই সংগঠন ভারতের বিভিন্ন প্রান্তে শাখা বিস্তার করে। তিনি প্রতাপাদিত্ত উৎসব শুরু করেন। লক্ষীর ভান্ডার তিনিই প্রতিষ্ঠা করেন।

Answered by triplets3
0

Answer:

I can't understand this question

Similar questions