India Languages, asked by smitalmg9999, 8 days ago

1) কবিরাজ দিয়ে বাক্য রচনা
2) মেজাজ দিয়ে বাক্য রচনা
3) তামাসা দিয়ে বাক্য রচনা
4)মুশকিল দিয়ে বাক্য রচনা
5)হতভাগা দিয়ে বাক্য রচনা
6)বনবন দিয়ে বাক্য রচনা
7) মাঠে মাঠে দিয়েবাক্য রচনা
8)চুপচাপ দিয়ে বাক্য রচনা ​

Answers

Answered by msuranjana842
7

Answer:

৷ ) রাজা মশাইয়ের অসুখ তাই কবিরাজ ডাকতে হবে ৷

2) আমাদের প্রধান শিক্ষকের প্রচন্ড মেজাজ ৷

3 ) উনি কি তোমাদের তামাশার পাত্র ?

4) ভাই বড় মুশকিলে পড়ে তোমার কাছে এলাম |

5 ) হতভাগা টা বুঝি এখনও পড়ে পড়ে কাঁদছে ৷

6) নাগরদোলা থেকে নামার পর আমার মাথা বনবন করে ঘোরে ৷

(সূর্যের চারপাশে পৃথিবী বনবন করে ঘুরছে)

7) বর্ষার জল মাঠে মাঠে ভরে গিয়েছে ৷

8 ) যা বলছি চুপচাপ শোনো ।

Explanation:

ব্রেনলিয়েস্ট কর

Similar questions