Chemistry, asked by nehabiswas6289, 6 hours ago

1) অজোলা কাকে বলে?( 2)​

Answers

Answered by sarkarbabi5
0

Answer:

এক ধরনের ভাসমান ফার্ন (বিভাগ ... বাংলাদেশে Azolla pinnata দেখা যায়। ok bro

Answered by maulisajana51
1

Answer:

অ্যাজোলা এক ধরনের ক্ষুদ্র জলজ ফার্ন যারা পুকুর, ডোবা, নালা, ধানের জমিতে ভাসমান অবস্থায় থাকে। এটি বিভিন্ন অঞ্চলে ক্ষুদিপানা, কুটি পানা, তেঁতুলিয়া পানা ইত্যাদি নামে পরিচিত lধান চাষের মাস খানেক আগে জলকাদা জমিতে বিঘা প্রতি ৪-৫ কেজি অ্যাজোলা ছড়িয়ে দিলে ১৫-২০ দিনের মধ্যে গোটা জমি সবুজে ঢেকে যাবে। এর পরে এক বার চাষ দিলে ৫-৬ দিনের মধ্যে তা পচে গিয়ে বিঘা প্রতি ১০০-১২৫ টন সবুজ সার ও ৪-৫ কেজি নাইট্রোজেন সরাসরি মাটিতে যোগ করবে। গোবর সারের বিকল্প হিসাবে এটি সুস্থায়ী কৃষির উল্লেখযোগ্য স্তম্ভ। ধান পোঁতার দিন দশক পরে জমিতে অ্যাজোলা ছেড়ে দিলে ধানের বৃদ্ধি ভাল হয়। তা বেশ কিছু উদ্ভিদ হরমোন ও ভিটামিন জমিতে যোগ করে ও নানা অনুখাদ্য গাছের গ্রহণযোগ্য করে তোলে, অন্য আগাছার বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। অন্য ফসলে এ সার প্রয়োগে সুফল মেলে।

Similar questions