Math, asked by adi39553, 8 months ago

দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:৪ হলে, ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত?

Answers

Answered by sulagnapalit8263
12

Given:- ঘনকের আয়তনের অনুপাত 1:8

To find:- ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত?

Solution:-

ধরা যাক , দুটি ঘনকের প্রত্যেকটির ধারের দৈর্ঘ্য হল a ও b।

যেখানে, a > b

অতএব,

{ (\frac{a}{b})}^{3}  =  {(\frac{2}{1})}^{2}

or \:  (\frac{a}{b} ) =  (\frac{2}{1} )

or \: a = 2b

ঘনকের ৬টি বর্গাকার সর্বসম তল থাকে, তাই ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে এর ৬টি তলের যোগফল। তাই ঘনকের তলের ক্ষেত্রফলের সূত্র হবে,

 =  {a}^{2}  + {a}^{2}  + {a}^{2}  + {a}^{2}  + {a}^{2}  + {a}^{2}  = 6 {a}^{2}

দুটি ঘনকের প্রত্যেকটির ধারের দৈর্ঘ্য হল a ও b।

তাই ঘনকের দুটি তলের ক্ষেত্রফল = 6a^2 ও 6b^2।

ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত

 = 6 {a}^{2}  : 6 {b}^{2}

 = 6 ({2b})^{2}  : 6 {b}^{2}

 = 24 {b}^{2}  : 6 {b}^{2}

= 24 : 6

= 4 : 1

ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 4 : 1.(উত্তর)

Answered by Swarup1998
22

প্রদত্ত :

  • দুটি ঘনকের আয়তনের অনুপাত = 1 : 8

বের করতে হবে :

  • ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত

সমাধান :

  • আমরা জানি, ঘনকের আয়তন = (বাহু)³

  • এবং ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = 6 × (বাহু)²

  • মনেকরি, প্রথম ঘনকের একটি বাহু = x একক
  • ও দ্বিতীয় ঘনকের একটি বাহু = y একক

  • দেওয়া আছে, ঘনক দুটির আয়তনের অনুপাত = 1 : 8
  • সুতরাং, x³ : y³ = 1 : 8
  • অথবা, x : y = 1 : 2
  • অথবা, x / y = 1 / 2

  • এখন উহাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত
  • = 6x² : 6y²
  • = x² : y²
  • = x² / y²
  • = (x / y)²
  • = (1 / 2)²
  • = 1 / 4
  • = 1 : 4

উত্তর :

  • নির্ণেয় অনুপাত = 1 : 4

আরো প্রশ্ন এই লিঙ্কে :

দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত?

- https://brainly.in/question/16519622

Similar questions