1.ওহমের সূত্রটির গাণিতিক রূপ লেখাে এবং লেখচিত্র অঙলা করাে।
Answers
Explanation:
পদার্থবিজ্ঞানে ওমের সূত্র বা ওমের বিধি তড়িৎ প্রবাহ, রোধ ও বিভব পার্থক্যের সম্পর্ক নির্দেশকারী একটি বিধি বা সূত্র। ওমের সূত্র অনুযায়ী তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো বিদ্যুৎ পরিবাহীর বিদ্যুৎপ্রবাহের মাত্রা (I) পরিবাহীটির দুই প্রান্তের বৈদ্যুতিক বিভবের পার্থক্যের (V) সমানুপাতিক। কোনো পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য থাকলে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ সংঘটিত হয়। এই তড়িৎ প্রবাহের মান নির্ভর করে পরিবাহীর দুই প্রান্তে কী পরিমাণ বিভব পার্থক্য প্রয়োগ করা হয়েছে তার ওপর, পরিবাহীর প্রকৃতি এবং তার তাপমাত্রার উপর। জার্মান পদার্থবিজ্ঞানী গেয়র্গ সিমোন ওম কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহমাত্রা এবং এর দুই প্রান্তের বিভব পার্থক্যের মধ্যে যে সম্পর্ক রয়েছে সে বিষয়ে নিম্নবর্ণিত সূত্র প্রদান করেন যা ওমের সূত্র নামে পরিচিত। যদি V একটি বিভব উৎস এবং R একটি রোধ যার মধ্য দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে ও'মের সূত্র অনুযায়ী : V = IR.
hope it helps you dear!!!
MARK AS BRAINLIEST!!!!!!
ওহমের সূত্রটির গাণিতিক রূপ : V = IR
Given ( দেওয়া আছে ) :
ওহমের সূত্র
To find ( নির্ণয় করতে হবে ) :
- ওহমের সূত্রটির গাণিতিক রূপ
- লেখচিত্র অঙ্কন
Solution :
Step 1 of 3 :
ওহমের সূত্রটির লেখো
ওহমের সূত্রটি নিম্নরূপ :
তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো বিদ্যুৎ পরিবাহীর বিদ্যুৎপ্রবাহের মাত্রা (I) পরিবাহীটির দুই প্রান্তের বৈদ্যুতিক বিভবের পার্থক্যের (V) সমানুপাতিক
Step 2 of 3 :
ওহমের সূত্রটির গাণিতিক রূপ লেখাে
ওহমের সূত্রটির গাণিতিক রূপ হল :
V = IR
যেখানে
V = বিভব প্রভেদ
I = তড়িৎ প্রবাহমাত্রা
R = পরিবাহীর রােধ
Step 3 of 3 :
লেখচিত্র অঙ্কন করো
লেখচিত্রে X অক্ষ বরাবর বিভব প্রভেদ ( V ) ও Y অক্ষ বরাবর তড়িৎ প্রবাহমাত্রা ( I ) নিলাম ।
V = IR লেখচিত্র অঙ্কন করলাম
লেখচিত্রটি হল মূলবিন্দুগামী একটি সরলরেখা
━━━━━━━━━━━━━━━
Brainly থেকে আরো জানুন :-
পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তর রাখা হয় কেন
https://brainly.in/question/46961635
2. শূন্যস্থান পূরণ করো :- ইস্ত্রিতে তড়িৎপ্রবাহের _______ ফলাফলের প্রয়োগ করা হয় ।
https://brainly.in/question/45686064
3. আইসােবারদের ক্ষেত্রে নীচের যে কথাটি ঠিক তা হলাে
https://brainly.in/question/43292583