English, asked by mdshahadathossen214, 8 months ago

প্রাচীন বিশ্বের উল্লেখযোগ্য সভ্যতাগুলো কি কি?1​

Answers

Answered by Anonymous
60

প্রাচীন বিশ্বের উল্লেখযোগ্য সভ্যতাগুলি হল নিম্নরূপ -

  • গ্রিক রোমান সভ্যতা : পাশ্চাত্য দুনিয়ায় এই দুই সভ্যতা ছিল একসময়ে সবথেকে বেশি সমৃদ্ধ। অপূর্ব স্থাপত্যকলা থেকে শুরু করে অভূতপূর্ব বিজ্ঞানের উন্নতি, বীর দিগ্বিজয়ী থেকে শুরু করে অমর দার্শনিক, সবই পেয়েছি আমরা এই দুই প্রাচীন সভ্যতা থেকে।
  • মেসোপটেমীয় সভ্যতা : টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে গড়ে ওঠা এই প্রাচীন সভ্যতা ইতিহাসের পাতায় অন্যতম বিশেষ নদীকেন্দ্রিক প্রাচীন সভ্যতা। মান্যতা আছে যে এই সভ্যতার লেখচিত্র সমগ্র বিশ্বের অন্যতম পুরানো লেখচিত্র।
  • মিশরীয় সভ্যতা : নীলনদকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতা আজ ঐতিহাসিক দের মনে চরম বিস্ময় সৃষ্টি করতে সক্ষম হয়। বিজ্ঞান,কলা এবং আরও অন্যন্য বিষয়ে এই প্রাচীন সভ্যতা ছিলো সমগ্র বিশ্বের থেকে এগিয়ে।
  • সিন্ধু সভ্যতা : এই সভ্যতা ভারতীয় উপমহাদেশীয় অঞ্চলে অর্থাৎ দক্ষিণ এশীয় অঞ্চলে গড়ে ওঠা সবথেকে গুরুত্বপূর্ণ প্রাচীন সভ্যতা। অত্যাধুনিক নাগরিক জীবন থেকে শুরু করে দুর্বোধ্য লিপি সবই এই সভ্যতাকে ইতিহাসের পাতায় স্মরণীয় স্থান দান করেছে।

এছাড়াও, মায়া সভ্যতা, পারস্য সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা ইত্যাদি ইতিহাসের পাতায় অমর হয়ে আছে।

Similar questions