Math, asked by iftekarhossain66, 6 months ago

1
আলাের প্রতিসরণ কাকে বলে? প্রতিসরণের কারণ
কী? ​

Answers

Answered by prathuchaudhari7575
0

Answer:

yetra pnidi nar yendi kulaaa

Answered by thakurshipra408
1

Answer:

আলোর প্রতিসরণ কাকে বলে ? প্রতিসরণের কারণ কি ?

ঊঃ- আলোকরশ্মি কোন সমসত্ত্ব মাধ্যম দিয়ে যাওয়ার সময় অন্য কোন মাধ্যমে প্রবেশ করলে দুই মাধ্যমের বিভেদতল থেকে আলোকরশ্মির গতির অভিমুখে পরিবর্তন ঘটে । এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে ।

• প্রতিসরণের কারণ : দুটি ভিন্ন মাধ্যমে আলোক রশ্মির বেগ এর মানের পার্থক্যই প্রতিসরণের কারণ । ঘন মাধ্যমে আলোর বেগ কম , লঘু মাধ্যমে বেশি । সুতরাং , ঘন থেকে লঘু মাধ্যমে তির্যক আপাতনের ক্ষেত্রে আলোকরশ্মির একই সময়ে ঘন মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করে , লঘু মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব তার থেকে বেশি হতে হয় ।

এই কারণে রশ্মির অভিমুখ পরিবর্তন ঘটে । এ প্রসঙ্গে উল্লেখ্য যে , লম্বভাবে আপতিত রশ্মি অতিক্রম করে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করলে বেগের মান পরিবর্তিত হলেও গতির অভিমুখে পরিবর্তন হয় না । তাই ব্যাপক অর্থে বলা হয় - আলোক রশ্মির বিভেদ তল অতিক্রম করার ঘটনায়ই হলো প্রতিসরণ ।

Similar questions