৩) একটি চকচকে কাঁচের গ্লাসে কিছু পানি নাও। এবার গ্লাসের মধ্যে একটি পাথর
ফেলে দাও। এবার নিচের কাজগুলাে কর।
1) গ্রাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা কর।
) কিছুটা তির্যকভাবে পাথরটিকে দেখার চেষ্টা কর।
॥) গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে দেখার চেষ্টা কর। তিনটি
ক্ষেত্রে কী ঘটছে ও কেন ঘটছে? ব্যাখ্যা কর।
Answers
Explanation:
akti glass a pni nao.abr glass er modde
Answer:গ্লাসের উপর দিয়ে পাথরটি সরাসরি দেখার চেষ্টা করকিছুটা তীর্যক ভাবে পাথরটি দেখার চেষ্টা কর গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে দেখার চেষ্টা কর। তিনটি ক্ষেত্রে কী ঘটছে এবং কেন ঘটছে ? ব্যাখ্যা কর।
Explanation:
Step:1গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টাঃ একটি চকচকে কাঁচের গ্লাসে কিছু পানি নিয়ে এবার গ্লাসের ভেতর ১ টুকরা পাথর ফেলে দিলে গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা করি। পযবেক্ষণ করে দেখা যাবে যে পাথরটি ছোট, মোটা এবং উপরে দেখা যাচ্ছে। আসলে প্রতিসরণের ফলে এমন দেখা যাচ্ছে। এখানে ঘন মাধ্যম পানি থেকে আলো প্রতিসারিত হয়ে হালকা মাধ্যমে আমাদের চোখে প্রতিফলিত হচ্ছে।
Step:2 কিছুটা তিযকভাবে পাথরটিকে দেখার চেষ্টাঃ এবার কিছুটা তিযকভাবে পাথরটিকে দেখার চেষ্টা করি। আস্তে আস্তে পাথরটিকে বড় করে দেখা যাবে। এটি প্রতিসরণের ফলে সম্ভব হয়েছে। অথাৎ প্রতিসরণের ফলে আমরা ঘন মাধ্যম পানি থেকে হালকা মাধ্যম বায়ুতে আমাদের চোখ প্রতিসারিত হওয়ায় আমরা মুদ্রাটিকে অবাস্তব প্রতিবিম্ব দেখতে পাচ্ছি।
iii) গ্লাসে যে পযন্ত পানি আছে তার একটু নিচ থেকে দেখার চেষ্টাঃ গ্লাসের যে পযন্ত পানি আছে তার একটু নিচ থেকে যদি আমরা পাথরটিকে দেখার চেষ্টা করি তবে এটা হলো অবাস্তব প্রতিবিম্ব। কারণ এটা আমরা যেখান থেকে দেখার চেষ্টা করি পাথরটার অবস্থান ঠিক সেখানে নয়। পাথরটি আছে আরেকটু দূরে এবং গভীরে পাথরটিকে অনেক কাছে মনে হয়। আর মূলতা এমনটা হয় আলোর প্রতিসরনের কারণেই।
Step:3গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা করায় পাথরটিকে ছোট, মোটা এবং উপরে দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে।
কিছুটা তীর্যকভাবে দেখলে পাথরটিকে অপেক্ষাকৃত ছোট মনে হয়।
গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে দেখলে মনে হয় পাথরের অবস্থানের পরিবর্তন হয়েছে।তাই আলো যখন হালকা মাধ্যম হতে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিসরিত রশ্মি অভিলম্বের দিকে এবং বিপরীতক্রমে আলো ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে যাওয়ার সময় প্রতিসরিত রশ্মি অভিলম্ব হতে দূরে সরে যায়।
To learn more about similar questions visit:
https://brainly.in/question/41030475?referrer=searchResults
https://brainly.in/question/10718367?referrer=searchResults
#SPJ3