Computer Science, asked by rajibgharui, 3 months ago

1. রেললাইনে জোড়ের মুখে ফঁাক রাখা হয় কেন?​

Answers

Answered by barmanshankar979
0

Answer:

কঠিন পদার্থের আকার আয়তন এর ভৌত পরিবর্তন উষ্ণতার কমা-বাড়ার উপর নির্ভর করে। রেললাইনের বেলের পাত লোহা দিয়ে তৈরি। গৃষ্ম কাল এর গরমে বা রেল চলাচলের ফলে ঘর্ষনের তাপের উৎপত্তির কারণে অনলাইনে লোহার প্রসারণ ঘটে। ফলে রেল লাইনের দৈর্ঘ্য বেড়ে যায়। এই কারণে রেললাইন বেঁকে যেতে পারে ওয়েতে দুর্ঘটনা ঘটতে পারে। এই দুর্ঘটনা এড়ানোর জন্য কিছু দুরন্তর দুটি রেল লাইনের মধ্যে কিছু ফাঁকা রেখে ফিসপ্লেট এর সাহায্যে দুটি রেল কে জোড়া হয়।

Similar questions