দাও
1+
4.4 তড়িৎ লেপন কাকে বলে?তড়িৎ লেপনের প্রয়ােজনীয়তা কি?
বন পাক
Answers
Answer:
তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বেশি সক্রিয় ধাতু বা ধাতুসংকর এর তৈরি বস্তুর উপর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে বলা হয় তড়িৎ লেপন ।
তড়িৎ লেপন এর প্রয়োজনীয়তা হলো, যথা -
১) ধাতব বস্তুকে রাসায়নিক বিক্রিয়ার হাত থেকে রক্ষা করার জন্য ।
২) ধাতব বস্তুর সৌন্দর্য বাড়ানোর জন্য ।
তড়িৎ বিশ্লেষণের সাহায্যে একটি ধাতুর উপর আরেকটি ধাতুর পাতলা আবরণ বা প্রলেপ তৈরির প্রক্রিয়া কে তড়িৎ লেপন বলে।
তড়িৎ লেপনের প্রয়ােজনীয়তা :-
১) মরিচা পরতে বাধা দেয়,ধাতুর ক্ষয় রােধ করে এবং ধাতব বস্তুকে রাসায়নিক বিক্রিয়াতে সক্রিয় হতে বাধা দান করে।
২) ধাতু কে আকর্ষণীয় ও চকচকে করে।
৩) তড়িৎ লেপনের ফলে অলংকারের উজ্জলতা বাড়ে।
৪) লোহার তৈরি কোন জিনিসের উপর ক্রোমিয়াম, নিকেল ইত্যাদি ধাতুর পাতলা আস্তরন দিয়ে লোহার তৈরি পদার্থটির স্থায়িত্ব এবং উজ্জ্বলতা বৃদ্ধি করা হয়।
উদাহরন- ঘড়ির চেইন, থালা, বাটি, চামচ গয়না।