Art, asked by kabitamallick825, 2 months ago


৯. নীচের স্থলাক্ষর অংশগুলির কারক ও বিভক্তি নির্ণয় করাে :

1) বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জীর কাছে বিপ্লবের দীক্ষা পেলেন ননীবালা দেবী।
2) ১৯১৫ সালে চন্দননগরে আবার বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল।
3) স্নায়ুর শক্তিকে চূর্ণ করে দেবার চূড়ান্ত প্রচেষ্টা।
4) এগুলি ছিল রডা কোম্পানি থেকে চুরি করে আনা মাল .
5) ছখানা গাড়ি তিনি রডা কোম্পানির গুদামে পৌঁছে দেন।
6) তল্লাশিতে পাওয়া যায় সাতটা মসার পিস্তল।
7) শতজেরাতে ও মাসিমার মুখ থেকে বের করতে পারল না।

Answers

Answered by DhruvJ2702
3

Answer:

Explanation:

বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জীর কাছে বিপ্লবের দীক্ষা পেলেন ননীবালা দেবী।2) ১৯১৫ সালে চন্দননগরে আবার বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। 

Similar questions