1.শহরের পরিবেশ জানিয়ে গ্রামের বন্ধুকে চিঠি লেখো।
Answers
Answer:
শহরের পরিবেশের কথা জানিয়ে বন্ধুকে চিঠি।
Explanation: 274/1/4 gokulpu Kalyani Nadia
প্রিয়
অনু,
আশা করি ভালোই আছিস। কাকু- কাকিমা ভাই সবাই কেমন আছে ? পড়াশোনার কেমন চলছে নতুন ক্লাস কেমন লাগছে?
আচ্ছা ওখানকার পরিবেশ আগের মতোই আছে বল। জানিস শহরের পরিবেশ গ্রামের মতো মনোরম না। এখানে সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন গাড়ির আওয়াজে প্রাণ যাই যাই একেবারে। গ্রামের মতো এখানে বড়ো মাঠ নেই গাছপালাও খুবই কম শুধু বড়ো বড়ো অট্টালিকা আছে কেউ কারোর সাথে খুব একটা কথা বলে না। ছোটবেলাতে বড়ো ইচ্ছে ছিলো শহরে থাকবো এখন বুঝি শহরের থেকে আমাদের গ্রমটাই ভালো।
ভালো থাকিস কাকু-কাকিমাকে আমার প্রণাম দিস ভাইকে ভালোবাসা দিস তোর উত্তরের অপেক্ষায় রইলাম।
ইতি
তোর নীল
প্রো: প্রদ্যুৎ কুমার সোম
গ্রাম: দিয়ানিয়া
পোস্ট: দিয়ানিয়া
থানা: মন্তেস্বর
জেলা: বর্ধমান