History, asked by praneshmondal0101, 26 days ago

নীচের শব্দগুলি সম্পর্কে একটি বাক্য লেখাে - ক) হােমাে ইরেকটাস ও খ) ভীমবেটকা ও 1) সিটাডেল ও​

Answers

Answered by khushimondal766
3

Answer:

ক) হেমো ইরেকটাস কি ?

উত্তর:-

(১) হেমো ইরেকটাস প্রজাতির মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারত ।

(২) এরা দলবদ্ধভাবে গুহায় থাকতো ।

(৩) হেমো ইরেকটাস প্রজাতির মানুষরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল ।

(খ) ভীমবেটকা কি ?

উত্তর:-

ভীমবেটকা মধ্যপ্রদেশের ভূপালে অবস্থিত 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকাই বেশকিছু গুহার খোঁজ পাওয়া গেছে । এই গুহা গুলোতে পুরাতন পাথরের যুগ থেকে আদিম মানুষরা থাকতো । গুহার দেওয়ালে তাদের আঁকা ছবি পাওয়া গেছে ।

Similar questions