1: বায়ুর চাপ ও বায়ু প্রবাহ কোন অঞ্চলের আবহাওয়াকে কিভাবে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো।
Answers
Answered by
14
Answer:
উত্তর: বায়ুর চাপ ও বায়ু প্রবাহ কোন অঞ্চলের আবহাওয়া কে ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করে। বায়ুর চাপ কমে গিয়ে নিম্নচাপ হলে ঝড়, বৃষ্টি অশান্ত আবহাওয়া তৈরি হয়। আবার বায়ুর চাপ বেড়ে গিয়ে উচ্চচাপ হলে পরিষ্কার আকাশ , শান্ত আবহাওয়া দেখা যায়। বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়।
Explanation:
Similar questions