Physics, asked by eurjrhhhdrhruru, 6 months ago

একটি বুলেট 1.5 kms-1 বেগে ছুটে একটি দেয়ালের মাঝে 10 cm ঢুকতে পেরেছে! বুলেটের মন্দন কত​

Answers

Answered by Anonymous
4

প্রদত্ত,

বুলেটের গতিবেগ = 1.5 km/s

দেওয়ালের মধ্যেকার ভেদ করার দূরত্ব = 10 cm

নির্ণেয়,

বুলেটের মন্দনের পরিমাণ।

সমাধান,

বুলেটের প্রাথমিক গতিবেগ (u) = 1.5 km/s

বুলেটের অন্তিম গতিবেগ (v) = 0 cm/s

সরণ (s) = 10 cm = 0.0001 km

ত্বরণ (a) = ?

এখন গতীয় সূত্রের মাধ্যমে আমরা ত্বরণের যে গাণিতিক সূত্রটি পেতে পারি তা হলো নিম্মরুপ -

a = (v²-u²)/2s

a = (0)²-(1.5)²/2×0.0001

a = 0-2.25/0.0002

a = -2.25/0.0002

a = -11250 km/s²

ঋণাত্মক ত্বরণের অর্থ হল মন্দনের সাংখ্যিক রুপ।

অতএব,মন্দনের পরিমাণ হলো 11250 km/

Similar questions