আমাদের স্কুলে থেকে আয়েশা ও কামালের বাড়ি যথাক্রমে 1কিমি. ও 600 মিটার দূরে। আজ আয়েশা ও কামাল বাড়ি থেকে যথাক্রমে 20 মিনিটে ও 12 মিনিটে স্কুলে এসেছে। অনুপাতে প্রকাশ করে দেখি ওরা একই সময়ে না একজন আগে স্কুলে এসেছে।
Answers
Answered by
0
আয়শা ও কামাল একই সময়ে স্কুলে এসেছে।
Given:
আমাদের স্কুলে থেকে আয়েশা ও কামালের বাড়ি যথাক্রমে 1কিমি. ও 600 মিটার দূরে।
আয়েশা ও কামাল বাড়ি থেকে যথাক্রমে 20 মিনিটে ও 12 মিনিটে স্কুলে এসেছে।
To find:
অনুপাতে প্রকাশ করে দেখাও যে ওরা একই সময়ে না একজন আগে স্কুলে এসেছে
Solution:
আয়শার বাড়ি থেকে স্কুলের দুরত্ব ১ কিমি
আমরা জানি, ১কিমি = ১০০০মি
এবং কামালের বাড়িথেকে স্কুলের দুরত্ব ৬০০মি।
আয়শার বাড়ি থেকে স্কুলে যেতে ২০ মিনি লেগেছে
এবং কামালের লেগেছে ১২ মিনি লেগেছে ২
সুতরাং আয়শার খেত্রে দুরত্ব ও সময়ের অনুপাত = ১০০০ঃ২০
= ৫০ঃ১
কামালের খেত্রে দুরত্ব ও সময়ের অনুপাত = ৬০০ঃ১২
= ৫০ঃ১
অর্থাৎ, আয়শা ও কামাল একই সময়ে স্কুলে এসেছে।
#SPJ1
Similar questions
Social Sciences,
4 months ago
Math,
8 months ago
Physics,
8 months ago
Physics,
11 months ago
Chemistry,
11 months ago