1.7. যে সব উদ্ভিদ উজ্জ্বল আলােতে জন্মায় তাদের বলে –
(a) জেরােফাইট (b) হেলিওফাইট (c) হ্যালােফাইট (d) হাইড্রোফাইট।
Answers
Explanation:
l1. জলজ উদ্ভিদকে বলে –
(a) হাইড্রোফাইট (b) মেসোফাইট (c) জেরোফাইট (d) হ্যালোফাইট
ans. (a) হাইড্রোফাইট
2. সাধারণ উদ্ভিদকে বলে –
(a) হ্যালোফাইট (b) জেরোফাইট (c) মেসোফাইট (d) হাইড্রোফাইট
ans. (c) মেসোফাইট
3. লবণাম্বু উদ্ভিদ হলো –
(a) মেসোফাইট (b) হাইড্রোফাইট (c) জেরোফাইট (d) হ্যালোফাইট
ans. (d) হ্যালোফাইট
4. নিরক্ষীয় জলবায়ু অঞলের উদ্ভিদ যে শ্রেণির অন্তর্গত
(a) মেগাথার্মস (b) মেসোথার্মস (c) মাইক্রোথার্মস (d) হেকিসটোথার্মস
ans. (a) মেগাথার্মস
5. অধিক বৃষ্টিপাতযুক্ত অঞলে জন্মায় যে বৃক্ষ –
(a) পর্ণমোচী বৃক্ষ (b) চিরহরিৎ বৃক্ষ (c) বিরুৎজাতীয় বৃক্ষ(d) কাটাজাতীয়
ans. (b) চিরহরিৎ বৃক্ষ
6. অতিউষ্ণ ও আর্দ্র অঞ্চলের উদ্ভিদকে বলে –
(a) মেসোথার্মস (b) মেগাথার্মস (c) হেকিস্টোথার্মস (d) মাইক্রোথার্মস
ans. (b) মেগাথার্মস
7. ভারতের গাঙ্গেয় সমভূমি অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায়—
(a) হ্যালোফাইট (b) জেরোফাইট (c) হাইড্রোফাইট (d) মেসোফাইট
ans. (d) মেসোফাইট
8. যেসকল উদ্ভিদ ১০° সে. – ২০° সে. উয়তাযুক্ত অঞ্চলে জন্মায়, তাদের বলে –
(a) মেগাথার্মস (b) মেসোথার্মস (c) মাইক্রোথার্মস (d) হেকিস্টোথার্মস
ans. (a) মেগাথার্মস
9. অতিঅল্প তাপমাত্রায় বেড়ে ওঠা উদ্ভিদকে বলা হয় –
(a) মাইক্রোথার্মস (b) মেসোথার্মস (c) হেকিস্টোথার্মস (d) স্কিওফাইট
ans. (c) হেকিস্টোথার্মস
10. ফার্ন এক ধরনের –
(a) স্কিওফাইট (b) হ্যালোফাইট (C) মাইক্রোথার্মস (d) মেগাথার্মস
ans. (a) স্কিওফাইট
11. জাঙ্গল উদ্ভিদ যে পরিবেশে জন্মায় ও বেঁচে থাকে –
(a) মরু (b) আদ্র(c) নিরক্ষীয় (d) শুষ্ক অঞ্চলে
ans. (d) শুষ্ক অঞ্চলে
12. বালি ও কঁাকর মাটিতে জন্মানো উদ্ভিদ হলো –
(a) সাম্মােফাইট (b) লিথোফাইট (c) সাইক্রোফাইট (d) অক্সিলোফাইট
ans. (a) সাম্মােফাইট
13. শিলাগাত্রে জন্মানো উদ্ভিদকে বলে –
(a) সাইকোফাইট (b) লিথোফাইট (c) অক্সিলোফাইট (d) সাম্মােফাইট
ans. (b) লিথোফাইট
14. মরু ও মরুপ্রায় অঞলে যে উপাদান কম –
(a) আদ্রর্তা (b) গতি (c) প্রবাহ (d) অভিমুখ
ans. (a) আদ্রর্তা
15. নিরক্ষীয় জলবায়ু অঞলের উদ্ভিদ যে শ্রেণিতে পড়ে
(a) মেসোথার্মস (b) হেকিস্টোথার্মস (c) মেগাথার্মস (d) মাইক্রোথার্মস
ans. (c) মেগাথার্মস
16. ছায়াপ্রিয় উদ্ভিদ কোন শ্রেণির অন্তর্গত ?
(a) স্কিওফাইট (b) হ্যালোফাইট (c) হেলিওফাইট (d) টেরিডোফাইট
ans. (a) স্কিওফাইট
17. আলোকপ্রিয় উদ্ভিদ কোন শ্রেণির অন্তর্গত?
(a) হ্যালোফাইট (b) হেলিওফাইট (C) স্কিওফাইট (d) টেরিডোফাইট
ans. (b) হেলিওফাইট
18. ভূগর্ভস্থ জলের প্রধান উৎস হলো –
(a) তুষারপাত (b) ভৌমজল (c) নদীর জল (d) বৃষ্টিপাত
ans. (d) বৃষ্টিপাত
19. জাঙ্গল উদ্ভিদ হলো—
(a) মেসোফাইট (b) হাইড্রোফাইট (c) জেরোফাইট (d) হ্যালোফাইট
ans. (c) জেরোফাইট
20. ঠান্ডা মাটিতে জন্মানো উদ্ভিদ –
(a) অক্সিলোফাইট (b) সাইক্রোফাইট (c) লবণাম্বু উদ্ভিদ (d) ক্যাসমোফাইট
ans. (b) সাইক্রোফাইট
Answer:
সঠিক বিকল্প হল C)
Explanation:
যে সব উদ্ভিদ পূর্ণ সূর্যালোকে সবচেয়ে ভালো বেড়ে ওঠে তাকে হেলিওফাইট বলে। Heliophytes একটি পুরু কান্ড, ছোট ইন্টারনোড, অনেক শাখা, ভালভাবে বিকশিত শিকড়, ঘন চামড়াযুক্ত পাতা রয়েছে যার প্রতি ইউনিট এলাকায় বেশি লোম রয়েছে। তীব্র আলো ফুল, ফল এবং বীজ গঠনের পক্ষে। যান্ত্রিক টিস্যু এবং জাইলেম বান্ডিলগুলি ভালভাবে বিকশিত হয়। পাতার ট্রেসোফিল প্যালিসেড এবং স্পঞ্জি প্যারেনকাইমাতে ভালভাবে আলাদা। প্যালিসেড প্যারেনকাইমার বিকাশ পাতার উপরের পৃষ্ঠের কাছে ঘটে। এটি অভ্যন্তরীণ টিস্যুগুলিকে তীব্র আলো থেকে রক্ষা করে। যেসব উদ্ভিদ কম আলোর তীব্রতায় সবচেয়ে ভালো বৃদ্ধি পায় তাদের বলা হয় সায়োফাইট।উদ্ভিদবিদ্যায়, হেলিওফাইটগুলি এমন উদ্ভিদকে বোঝায় যেগুলি উজ্জ্বল সূর্যালোকে উন্নতি লাভ করে; যখন ছায়ায় সবচেয়ে ভালোভাবে বেড়ে উঠছে তাদের sciophytes নামে পরিচিত। হেলিওফাইটগুলি সায়োফাইটের তুলনায় উচ্চ আলোর তীব্রতার আরও দক্ষ ব্যবহার করতে সক্ষম। হেলিওফাইটের উদাহরণ হল আখ, সূর্যমুখী এবং ভুট্টা।
For more such information:https://brainly.in/question/14939572
#SPJ5