Physics, asked by sumaiyaakter97267, 13 hours ago

বায়ুর সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1.732 বায়ু থেকে একটি আলোকরশ্মি 60° আপতন কোণের ওই মাধ্যমে আপতিত হলো।

(ক)প্রতিসরণ কোণ নির্ণয় কর?
(খ)ওই মাধ্যমের প্রতিসরণের জন্য প্রতিসরিত রশ্মি টির বিচ্যুতি কত হবে?​

Answers

Answered by sarikamehta255
1

Answer:

আলোর প্রতিসরণ (ইংরেজি: Refraction of light, তুর্কি:Işığın kırılması ) হলো এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে আলো প্রবেশ করলে উভয় মাধ্যমের বিভেদ তলে এর দিক পরিবর্তিত হওয়ার ঘটনা।[১] এ ঘটনা স্পষ্টভাবে দৃশ্যমান হয় যখন আলোকরশ্মি ০° ও ৯০° ব্যতীত অন্য যেকোনো কোণে মাধ্যমদ্বয়ের বিভেদতলে পড়ে। মূলত মাধ্যমগুলোর ঘনত্বের পার্থক্যের জন্যই আলোর প্রতিসরণ ঘটে থাকে। আলো যদি হালকা মাধ্যম (যেমন বায়ু) থেকে ঘন মাধ্যমে (যেমন পানি) প্রবেশ করে, তাহলে আলোকরশ্মি বিভেদ তল হতে অভিলম্বের দিকে বেঁকে যায়। আবার যদি আলো ঘন হতে হালকা মাধ্যমে আপতিত হয়, তাহলে আলো বিভেদ তল হতে অভিলম্ব থেকে দূরে সরে আসে।

mark has brilliant

Similar questions