Math, asked by rittickmasid, 8 months ago

1) সঠিক উত্তরটি বেছে লেখাে।
@ একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ? ​

Answers

Answered by ashtekarnusrat198672
0

মূল সমস্যায় যাওয়ার আগে আসুন গণিতের কয়েকটি সহজ ধাঁধার উত্তর বের করার কৌশল জেনে নিই। আপনার বন্ধু জিজ্ঞেস করল, ৫, ৭, ১১, ১৯, ৩৫...এই ধারাবাহিকতায় পরের সংখ্যাটি কত?

কীভাবে আপনি এর উত্তর দেবেন। খুব সহজ। প্রথমে ভালোভাবে পর্যবেক্ষণ করুন। লক্ষ করুন, ৫-এর পর ৭। মানে ২ বাড়ল। এরপর ১১, মানে ৪ বাড়ল। ৪ হলো ২-এর দ্বিগুণ। এরপর ১৯, মানে বাড়ল ৮, কারণ (১১ + ৮) = ১৯। ৮ হলো পূর্ববর্তী ৪-এর দ্বিগুণ। এরপর ৩৫, যা আগের সংখ্যার চেয়ে (৩৫ - ১৯) = ১৬ বেশি। এই ১৬ হলো পূর্ববর্তী ৮-এর দ্বিগুণ। তাহলে আমরা দেখছি, এই ধারায় প্রতিটি সংখ্যা তার আগের সংখ্যাটি পূর্ববর্তী সংখ্যা থেকে যত বেড়েছে, তার দ্বিগুণ বেশি। এখন আমরা সহজেই ধারাটি বুঝতে পারলাম। সুতরাং ৩৫-এর পর ১৬-এর দ্বিগুণ = ৩২ বাড়বে। সংখ্যাটি হবে (৩৫ + ৩২) = ৬৭।

আরেকটি সহজ ধাঁধা দেখুন। একটি ধারা এ রকম: (-১/১), (১/২), (-১/৩), (১/৪), (-১/৫)...। এই ধারার ১১তম পদ কত? এর উত্তরের জন্য আমরা আবার মনোযোগ দিয়ে ধারার বৈশিষ্ট্য লক্ষ্য করি। দেখা যাবে, প্রথম পদের হর ১, দ্বিতীয় পদের ২, তৃতীয় পদের ৩...ইত্যাদি। তাহলে ১১তম পদের হর নিশ্চয়ই ১১। আবার লক্ষ করছি, যে পদের হর বিজোড়, সেই রাশিটি ঋণাত্মক, হর জোড় হলে রাশিটি ধনাত্মক। যেহেতু ১১ বিজোড়, তাই এই ধারার ১১তম রাশিটি হবে (-১/১১)।

please mark me as brainlisit

Answered by ITSJATINSINGH
1

Answer:

hi follow me ...... ....

Similar questions