1. রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা নির্দেশ করাে৷ রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য ?
আলােচনা করাে।
fara করাে।
Answers
This is in urdu that's why I can't understand
Answer:
রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যেতে পারে কিনা এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট মতপার্থক্য লক্ষ্য করা যায় । এই মতবিরোধকে আমরা দুই ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। গ্রিক পন্ডিত অ্যারিস্টোটল রাষ্ট্রবিজ্ঞানকে "শ্রেষ্ঠ বিজ্ঞান"(Master Science) বলে অভিহিত করেছেন । তাঁর পদাঙ্ক অনুসরণ করেছেন মন্তেস্কু , হবস, ব্লুন্টসলি , লর্ড ব্রাইস প্রমুখ আধুনিক আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীর। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান না বলার যুক্তি দিয়েছেন– বাকল ,কোঁত, মেটল্যান্ড প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী ।মেটল্যান্ড একবার দুঃখ করে বলেছিলেন–" যখন আমি কোনো পরীক্ষার প্রশ্নপত্র দেখি যার শিরোনাম রাষ্ট্রবিজ্ঞান তখন আমার দুঃখ হয় শিরোনামটির জন্য প্রশ্ন গুলির জন্য নয়।"
রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার যুক্তি :—
1. সুসংবদ্ধ জ্ঞানার্জন সম্ভব :-
অন্যান্য বিজ্ঞানের মতো রাষ্ট্রবিজ্ঞানেরও পর্যবেক্ষণ , অভিজ্ঞতা , শ্রেণি-বিভক্তকরণ প্রভৃতি পদ্ধতির সাহায্যে রাষ্ট্রের উৎপত্তি প্রকৃতি নাগরিকদের আচার-আচরণ প্রভৃতি সম্পর্কে সুসংবদ্ধ জ্ঞান অর্জন করা সম্ভব ।
2. পর্যবেক্ষণ ও পরীক্ষণ সম্ভব:-
অন্যান্য বিজ্ঞানের মতো রাষ্ট্রবিজ্ঞানের ও পর্যবেক্ষণ ও পরীক্ষণ সম্ভব পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমেই রাষ্ট্রবিজ্ঞানীগন আদর্শ ও জনকল্যাণকর রাষ্ট্রের ছবি তুলে ধরেছেন ।
3. সাধারণ সূত্রের প্রতিষ্ঠা সম্ভব:-
সুসংবদ্ধ জ্ঞান থেকে কতকগুলি সাধারণ নিয়ম বা সূত্র প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা সম্ভব। সেই সূত্রগুলি বা নিয়ম রাজনৈতিক সমস্যার সমাধানে প্রায় সর্বক্ষেত্রেই প্রযুক্ত হতে পারে।
4. তত্ত্ব ও তথ্যের ওপর সমান গুরুত্ব:-
রাষ্ট্রবিজ্ঞানে তত্ত্ব ও তথ্যের ওপর সমান গুরুত্ব আরোপ করা হয় । কারণ, মার্ক্স-এঙ্গেলস কেবল তথ্য নয়, সেই সঙ্গে ঐতিহাসিক তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই সমাজবিকাশের ধারাটিকে বিজ্ঞানসম্মত ভাবে ব্যাখ্যা করেছেন।
5.বিকাশের ক্ষেত্রে ধারাবাহিকতা:-
যেসকল রাষ্ট্রবিজ্ঞানী বিকাশের ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানের ধারাবাহিকতা নেই বলে মনে করেন, তাঁরা সমাজবিজ্ঞানের এই শাখাটির স্বরুপ যথার্থভাবে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছেন। কারণ জন্মলগ্ন থেকেই রাষ্ট্রবিজ্ঞান এক-একটি স্তর অতিক্রম করে বর্তমান অবস্থায় উপনীত হয়েছে ।
আমার website দেওয়া আছে বাকি নোটস।