Math, asked by aninditaroy13071994, 10 months ago

1. নীচের বহু পছন্দভিত্তিক প্রশ্নের উত্তর দাও :
কোনাে অনুপাতের পূর্বপদ < উত্তরপদ হলে, অনুপাতটি হবে
(a) গুরু অনুপাত (b) লঘু অনুপাত (c) সাম্যানুপাত (d) অপ্রকৃত ভগ্নাংশ
2। শূন্যস্থান পূরণ করাে :
(i) . Xy x z =
3। দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2: 5 এবং 6: 10, কোনটি বেশি মিষ্টি হিসাব করে লেখাে।
4। গুণ করাে :
(*)=)*(a)x 6v=)
5। একটি খনিতে একটি লিফট ৪ মিনিটে 24 মিটার নীচে নামে। লিফটটা যদি সমবেগে চলে তবে লিফটটা 6 মিনিটে কত মিটার
নীচে থাকবে? ওই লিফটটা যদি ভূমির 10 মিটার উপর থেকে নীচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির কতটা নীচে
থাকবে?​

Answers

Answered by Swarup1998
13

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

সপ্তম শ্রেণী

1.

  • কোনো অনুপাতের পূর্বপদ < উত্তরপদ হলে, অনুপাতটি হবে
  • (b) লঘু অনুপাত

2.

  • x × y⁰ × z⁻¹ = x × 1 × 1/z = x/z

3.

  • দেওয়া আছে: দু'টি সরবতে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে ২ : ৫ এবং ৬ : ১০
  • বের করতে হবে: কোন সরবতটি বেশি মিষ্টি ?
  • সমাধান:
  • প্রথম সরবতে সিরাপ ও জলের অনুপাত = ২ : ৫
  • = ৪ : ১০
  • দ্বিতীয় সরবতে সিরাপ ও জলের অনুপাত = ৬ : ১০
  • দেখা যাচ্ছে যে, প্রথম সরবতে ১০ ভাগ জলে ৪ ভাগ সিরাপ আছে। দ্বিতীয় সরবতে ওই সমপরিমাণ জলে ৬ ভাগ সিরাপ আছে। এখানে অবশ্যই করে ৬ ভাগ সিরাপের সরবতটি বেশি মিষ্টি হবে।
  • উত্তর: অতএব, দ্বিতীয় সরবতটি বেশি মিষ্টি।

  • Go here also: দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত ২: ৫ এবং ৬:১০ কোনটি বেশি মিষ্টি হিসেবে করে লেখো। - https://brainly.in/question/19452659

4.

  • 4/3 x²yz * 1/3 y²zx * (- 6 xyz²)
  • = - (4/3 * 1/3 * 6) * (x²yz * y²zx * xyz²)
  • = - 8/3 x⁴y⁴z⁴

5.

  • লিফ্টটি 8 মিনিটে 24 মিটার নীচে নামে
  • লিফ্টটি 1 মিনিটে (24 ÷ 8) = 3 মিটার নীচে নামে
  • লিফ্টটি 6 মিনিটে (3 × 6) = 18 মিটার নীচে নামবে।
  • উত্তর: লিফ্টটা যদি সমবেগে চলে তবে লিফ্টটা 6 মিনিটে 18 মিটার নীচে থাকবে।

  • লিফ্টটি 70 মিনিটে নীচে নামবে (3 × 70) = 210 মিটার
  • উত্তর: অতএব, 70 মিনিটে লিফ্টটি ভূমির (210 - 10) = 200 মিটার নীচে থাকবে।
Answered by mithumazumder10
2

Answer

☝️☝️☝️☝️☝️

Explanation

Hope this answers help you please rate my answers

Attachments:
Similar questions