1. নীচের বহু পছন্দভিত্তিক প্রশ্নের উত্তর দাও :
কোনাে অনুপাতের পূর্বপদ < উত্তরপদ হলে, অনুপাতটি হবে
(a) গুরু অনুপাত (b) লঘু অনুপাত (c) সাম্যানুপাত (d) অপ্রকৃত ভগ্নাংশ
2। শূন্যস্থান পূরণ করাে :
(i) . Xy x z =
3। দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2: 5 এবং 6: 10, কোনটি বেশি মিষ্টি হিসাব করে লেখাে।
4। গুণ করাে :
(*)=)*(a)x 6v=)
5। একটি খনিতে একটি লিফট ৪ মিনিটে 24 মিটার নীচে নামে। লিফটটা যদি সমবেগে চলে তবে লিফটটা 6 মিনিটে কত মিটার
নীচে থাকবে? ওই লিফটটা যদি ভূমির 10 মিটার উপর থেকে নীচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির কতটা নীচে
থাকবে?
Answers
Answered by
13
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
সপ্তম শ্রেণী
1.
- কোনো অনুপাতের পূর্বপদ < উত্তরপদ হলে, অনুপাতটি হবে
- (b) লঘু অনুপাত।
2.
- x × y⁰ × z⁻¹ = x × 1 × 1/z = x/z
3.
- দেওয়া আছে: দু'টি সরবতে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে ২ : ৫ এবং ৬ : ১০
- বের করতে হবে: কোন সরবতটি বেশি মিষ্টি ?
- সমাধান:
- প্রথম সরবতে সিরাপ ও জলের অনুপাত = ২ : ৫
- = ৪ : ১০
- দ্বিতীয় সরবতে সিরাপ ও জলের অনুপাত = ৬ : ১০
- দেখা যাচ্ছে যে, প্রথম সরবতে ১০ ভাগ জলে ৪ ভাগ সিরাপ আছে। দ্বিতীয় সরবতে ওই সমপরিমাণ জলে ৬ ভাগ সিরাপ আছে। এখানে অবশ্যই করে ৬ ভাগ সিরাপের সরবতটি বেশি মিষ্টি হবে।
- উত্তর: অতএব, দ্বিতীয় সরবতটি বেশি মিষ্টি।
- Go here also: দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত ২: ৫ এবং ৬:১০ কোনটি বেশি মিষ্টি হিসেবে করে লেখো। - https://brainly.in/question/19452659
4.
- 4/3 x²yz * 1/3 y²zx * (- 6 xyz²)
- = - (4/3 * 1/3 * 6) * (x²yz * y²zx * xyz²)
- = - 8/3 x⁴y⁴z⁴
5.
- লিফ্টটি 8 মিনিটে 24 মিটার নীচে নামে
- লিফ্টটি 1 মিনিটে (24 ÷ 8) = 3 মিটার নীচে নামে
- লিফ্টটি 6 মিনিটে (3 × 6) = 18 মিটার নীচে নামবে।
- উত্তর: লিফ্টটা যদি সমবেগে চলে তবে লিফ্টটা 6 মিনিটে 18 মিটার নীচে থাকবে।
- লিফ্টটি 70 মিনিটে নীচে নামবে (3 × 70) = 210 মিটার।
- উত্তর: অতএব, 70 মিনিটে লিফ্টটি ভূমির (210 - 10) = 200 মিটার নীচে থাকবে।
Answered by
2
Answer
☝️☝️☝️☝️☝️
Explanation
Hope this answers help you please rate my answers
Attachments:
Similar questions