Math, asked by kdastfggmailcom, 1 month ago

নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে : 1. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs) : i. আট অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়ােগফল হলাে (a) (00000001 - 9999999) (b) (11111111 -9999999) (c) (100000000-9999999) (d) (10000000 - 9999999) ii. 500 সংখ্যাটিকে রােমান সংখ্যায় লিখলে পাবাে (a) C (b) D (c) L (d) M iii. (3 x 2 )-কে লেখা যায় (a) 5 × 1 (b) 1x1 53 (d) 1+1+1 (c) 1+1+1+1 3 3 3 3 3 5 5 5 2. সত্য/মিথ্যা লেখাে (T/F) = 15=5 (i) 50 টাকার । অংশ থেকে 10 টাকা নিয়ে নিলে কোনাে টাকাই পড়ে থাকবে না। (iii) 5501-এর সবথেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণসংখ্যা হলাে 6000। 3. স্তম্ভ মেলাও (যে কোনাে 3টি) প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ y-7 20 4. (i) তুমি তােমার দাদার থেকে ৫ বছরের ছােট। চল ব্যবহার করে তােমার দাদার বয়সকে তােমার বয়সের সাহায্যে প্রকাশ করা। (ii) 5005005 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্ত র করে লেখাে।​

Answers

Answered by Swarup1998
0

1.

i. আট অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়ােগফল হলাে

= 10000000 - 9999999 ➜ (d)

ii. 500 সংখ্যাটিকে রােমান সংখ্যায় লিখলে পাবাে D ➜ (b)

iii. (3 × 2) -কে লেখা যায় (1 + 1 + 1) × (1 + 1) আকারে।

2.

i. 50 টাকার 1/5 অংশ থেকে 10 টাকা নিয়ে নিলে কোনাে টাকাই পড়ে থাকবে না। ➜ সত্য

50 টাকার 1/5 অংশ = 50 × 1/5 টাকা = 10 টাকা

10 টাকা - 10 টাকা = 0

ii. 5501-এর সবথেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণসংখ্যা হলাে 6000 ➜ মিথ্যা

5501 এর দু-দিকে 1000 -এর দু-টি গুণিতক হল 5000 ও 6000

5501 - 5000 = 501 ও 6000 - 5501 = 499

499 < 501

সুতরাং 5000 নিকটতম।

4.

i. মনে করি, আমার বয়স = x বছর

অতএব, দাদার বয়স = x + 5 বছর।

ii. 5005005 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করলে পাই

5005005

= 5000000 + 000000 + 00000 + 5000 + 000 + 00 + 5

Similar questions