Social Sciences, asked by sahsoltanmondol, 3 months ago

চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রেঃ
পর্ক | 1) সঞ্চয় স্কিমের মূলধন, P = ১৫০০০ টাকা।
২) সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল, n = 3 বছর।
সঞ্চয় স্কিমের মুনাফার হার, r = ৯%।
ক. ১ম বছরান্তে চক্র বৃদ্ধি মূলধন (সূত্র উল্লেখসহ) = কত?
খ. ২য় বছরান্তে চক্র বৃদ্ধি মূলধন (সূত্র উল্লেখসহ)
গ. ৩য় বছরান্তে চক্র বৃদ্ধি মূলধন (সূত্র উল্লেখসহ) = কত?
ঘ. নির্দিষ্ট সময়কাল (৩ বছর পর) চক্রবৃদ্ধি মুনাফা = কত?
ঙ. নির্দিষ্ট সময়কাল (৩ বছর পর) সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর।
সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর।
= কত?
২ সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে তুমি
মনে কর।​

Answers

Answered by nannusheikh95
1

Answer:

ক.মূলধন,P = ১৫০০০টাকা

মুনাফার হার,r = ৯% = ০.০৯ টাকা

সময়,n = ১ বছর

আমরা জানি,

চক্রবৃদ্ধি মূলধন, C = P(১+r)^n

= {১৫০০০(১+০.০৯)^১} টাকা

= (১৫০০০×১.০৯) টাকা

=১৬৩৫০ টাকা

অর্থাৎ, ১ম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ১৬৩৫০ টাকা।

খ.মূলধন, P=১৫০০০ টাকা

মুনাফার হার,r = ৯% = ০.০৯ টাকা

সময়,n = ২ বছর

আমরা জানি,

চক্রবৃদ্ধি মূলধন, C = P(১+r)^n টাকা

= {১৫০০০(১+০.০৯)^২} টাকা

= {১৫০০০(১.০৯)^২} টাকা

= (১৫০০০×১.১৮৮১) টাকা

= ১৭৮২১.৫ টাকা

অর্থাৎ, ২য় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ১৭৮২১.৫ টাকা।

গ.মূলধন,P = ১৫০০০ টাকা

মুনাফার হার,r = ৯% = ০.০৯ টাকা

সময়,n= ৩ বছর

আমরা জানি,

চক্রবৃদ্ধি মূলধন, C = P(১+r)^n টাকা

= {১৫০০০(১+০.০৯)^৩} টাকা

= {১৫০০০(১.০৯)^৩} টাকা

= (১৫০০০×১.২৯৫০২৯) টাকা

= ১৯৪২৫.৪৩৫ টাকা

অর্থাৎ, ৩য় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ১৯৪২৫.৪৩৫ টাকা।

ঘ.'গ' হতে পাই,

চক্রবৃদ্ধি মূলধন, C = ১৯৪২৫.৪৩৫ টাকা

দেওয়া আছে,

মূলধন,P= ১৫০০০ টাকা

আমরা জানি,

চক্রবৃদ্ধি মুনাফা = C – P

= (১৯৪২৫.৪৩৫ – ১৫০০০) টাকা

= ৪৪২৫.৪৩৫ টাকা

অর্থাৎ, ৩ বছর পর চক্রবৃদ্ধি মুনাফা ৪৪২৫.৪৩৫ টাকা।

ঙ.সরল মুনাফা,I= Pnr

= (১৫০০০×৩×০.০৯) টাকা

= ৪০৫০ টাকা

'ঘ' হতে পাই,

চক্রবৃদ্ধি মুনাফা = ৪৪২৫.৪৩৫ টাকা

অতএব, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য =(৪৪২৫.৪৩৫–৪০৫০) টাকা

= ৩৭৫.৪৩৫ টাকা

Similar questions