বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে ?
1 point
ক. মার্শাল ম্যাকলুহান
খ. টিম বানারস লী
গ. মার্ক জুকারবার্গ
ঘ. ই এফ কড
Answers
Answered by
0
বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা হলেন মার্শাল ম্যাকলুহান।
- বিশ্বগ্রাম হল ভবিষ্যৎ সমাজের এক ধারণা যেখানে তথ্য প্রযুক্তিকে উপায় করে বিশ্বে দুই প্রান্তের জায়গাগুলিকেও কাছে এনে সহজেই একত্রিত করা যাবে।
- এর ফলে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যেকার দূরত্ব ঘুচে যাবে এবং আন্তর্জাতিক স্তরে মানুষ নিজের ভাবনা চিন্তা প্রকাশ করতে পারবে এক বড় মাপের অডিয়েন্সের সামনে।
- এই বিশ্বগ্রাম ব্যবস্থাটি বিশ্বায়নের উপর নির্ভরশীল।
- এই ধারণাটি প্রথম জনমানসে বইয়ের মাধ্যমে প্রচার করেন কানাডিয়ান মিডিয়া থিয়োরিস্ট মার্শাল ম্যাকলুহান।
Similar questions