Physics, asked by bd2663539, 7 months ago

সেলসিয়াস স্কেলে দুটি বস্তুর উষ্ণতা পার্থক্য 10 ডিগ্রি হলে কেলভিন স্কেলে উষ্ণতার পার্থক্য কত​

Answers

Answered by Anonymous
8

সেলসিয়াস স্কেলে দুটি বস্তুর উষ্ণতা পার্থক্য 10 ডিগ্রি হলে কেলভিন স্কেলে উষ্ণতার পার্থক্য হলো 10 কেলভিন

  • তাপমাত্রা মাপার জন্য বিভিন্ন রকমের স্কেল প্রচলিত রয়েছে। এরমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য স্কেল হল সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেল।
  • সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেল অনেকটাই একই রকমের। সেলসিয়াস স্কেলের এক ডিগ্রি তাপমাত্রার পার্থক্য কেলভিন স্কেলের এক কেলভিন তাপমাত্রার পার্থক্যের সমান।
  • এখানে তফাৎ শুধুমাত্র সাংখ্যিক মানের, সেলসিয়াস স্কেল শুরু হয় 0 ডিগ্রি সেলসিয়াস থেকে এবং কেলভিন স্কেলে তার মান 273 কেলভিন।
  • এখন 0 ডিগ্রি সেলসিয়াস এবং 1 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রার পার্থক্য 1 ডিগ্রি। সেখানে 0 ডিগ্রি সেলসিয়াস হলো 273 কেলভিন এবং 1 ডিগ্রি সেলসিয়াস হলে 274 কেলভিন,অর্থাৎ এখানেও এক কেলভিনের তাপমাত্রা পার্থক্য লক্ষ্য করা যায়।
Similar questions