French, asked by rahmanabdulraman1, 4 months ago


পল্লী সাহিত্যের পাঁচটি উপাদানের নাম উল্লেখ করে তোমার পছন্দের যেকোনো দুটি উপাদানের সম্পর্কে 10টি বাক্য?​

Answers

Answered by mdtazulislam4222
14

Explanation:

পল্লি সাহিত্যর ৫ উপাদানের নাম উল্লেখ করে তোমার পছন্দের যেকোনো দুটি উপাদানের সম্পর্কে ১০ টি বাক্য

Answered by poonammishra148218
0

Answer:পরিশেভে বলা যায় ... পল্লিসাহিত্যের বিচিত্র উপকরণগুলো যদি সংরক্ষণ করা না হয়, তাহলে আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে সেগুলো বিস্মৃতির অতলে তলিয়ে যাবে একদিন । সে কারণে বিখ্যাত ভাষা গবেষক, স্রাবন্ধিক ড. মুহন্মদ শহীদুল্লাহ এগুলো সংগ্রহ করে পাশ্চাত্য সাহিত্যিকদের মতো বিদ্বানদের সভা করে ফোকলোর সোসাইটি প্রতিষ্ঠা করে, প্রোলেটারিয়েট নিপীড়িত ও নির্যাতিতদের সাহিত্যকে বাঁচাতোর তাগিদ উৎলন্ধি করেছেন।

Explanation:

Step:1মৈমনসিংহ গীতিকা নিয়ে ১০ টি বাক্য -

মৈমনসিংহ গীতিকা গান বলতে মৈমনসিংহ অঞ্চলের প্রচলিত গানগুলোকে বোঝায়।এই গানগুলো প্রাচীন কাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে আসছে। ১৯২৩ থেকে ১৯৩২ সালে ড.দীনেশচন্দ্র সেন  কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করে সকলের সামনে নিয়ে আসেন। নেত্রকনা জেলার আইথর নামক স্থানের অধীবাসি চন্দ্রকুমার দে এসব গাঁথা সংগ্রহ করেছিলেন  । মৈমনসিংহ গীতিকাতে ১০ টি গীতিকা স্থান পেয়েছে , যেমন- মহুয়া, মলুয়া এবং চন্দ্রবতীর মতো আরো কিছু গীতিকা।

Step:2শীতিকার প্রধান বৈশিষ্ট্য পার্থিব জীবন। সাধারণত মৈমনসিংহ গীতিকার প্রায় গীতিকাই পালার জন্য মূখ্য বিষয় । মৈমনসিংহ গিতীকায় পুরুষ চরিত্রের তুলনায় নারী চরিত্র প্রাণবন্তমৈমনসিংহ গীতিকা  ২৩টি ভাষায় অনুদিত হয়েছে। ধারণা করা হয় মধ্যযুগে মৈমনসিংহ গীতিকার গীতিকাগুলি রচিত হয়েছে। খনার বচন নিয়ে ১০টি বাক্য-

খনার বচনের রচনাকাল সম্ভবত সম্রাট চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্যের রাজত্বকালে।

অনুমাণ করা হয় ৮ থেকে ১২ শতকের মধ্যে খনার বচন রচিত হয়েছে।

খনার বচন মূলত কৃষিভিত্তিক ছড়া।

অনেকে মনে করেন , খনা নাম্নী জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী বাঙালি নারী , তবে এই নিয়ে মতভেদ আছে।

অসহস্র খনার বচন যুগ যুগান্তর ধরে বাংলার জনজীবনের সাথে মিশে আছে।

Step:3খনার বচন ৪ ভাগে বিভক্ত- (১) কৃষিকাজের প্রথা ও কুসংস্কার  , (২) আবহাওয়া জ্ঞান , (৩) কৃষিকাজ ফলিত ও জ্যোতির্বিজ্ঞান , (৪) শস্যের যত্ন সম্পর্কিত উপদেশ।

খনা নানা রকম প্রকৃতিক দুর্যোগের আন্দাজ করে ফসল রক্ষার জন্য অনেক বচন দিয়েছেন।

খনার নিবাস ছিল অধুনা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার বারাসত সদর মহকুমার দেউলিয়া গ্রামে।

খনা জীবনের নিত্যদিনের কলা ও রীতেকে সর্বস্তরে বিজ্ঞানভাবনায় নিয়ে আসেন।

বরাহমিহির বা বররুচি-এর পুত্র মিহির তার স্বামী ছিল বলেও কিংবদন্তী আছে।

To learn more about similar questions visit:

https://brainly.in/question/29762640?referrer=searchResults

https://brainly.in/question/29745341?referrer=searchResults

#SPJ3

Similar questions