History, asked by akshaybankdaha, 4 months ago

10. রাজতরঙ্গিনী রচনা করেন-​

Answers

Answered by moonshreya9
1

Answer:

=======

ইতিহাস

=======

প্রশ্ন:- প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ কোনটি ? সেটি কার রচনা ?

উত্তর:- প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থের নাম রাজতরঙ্গিনী । এটি কলহন-এর রচনা ।

প্রশ্ন:- ভারতের প্রাচীনতম নাম কি ছিল ?

উত্তর:- ভারতের প্রাচীনতম নাম ছিল জম্বুদ্বীপ ।

প্রশ্ন:- ভারতকে ‘নৃতত্বের জাদুঘর’ কে

বলেছেন ?

উত্তর:- ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতকে ‘নৃতত্বের জাদুঘর’ বলেছেন।

প্রশ্ন:- দক্ষিণ ভারতের অধিবাসীরা কোন

জাতির বংশধর ?

উত্তর:- দক্ষিণ ভারতের অধিবাসীরা দ্রাবিড়

জাতির বংশধর ।

প্রশ্ন:- ভারতেরবর্ষে মোঙ্গল জাতির বংশধর

কারা ?

উত্তর:- আসামি, নেপালি, ভুটিয়া, প্রভৃতি

মোঙ্গল জাতির বংশধর ।

প্রশ্ন:- বাঙালিরা কোন জাতির বংশধর ?

উত্তর:- বাঙালিরা নেগ্রিটো ও নর্ডিক

জাতির সংমিশ্রিত বংশধর ।

প্রশ্ন:- সাঁওতালরা কোন জাতির বংশধর ?

উত্তর:- সাঁওতালরা নেগ্রিটো জাতির

বংশধর ।

প্রশ্ন:- প্রাচীন ভারতের প্রশস্তিমূলক

শিলালিপি গুলির নাম করো।

উত্তর:- (ক) গুপ্ত সম্রাট সমুদ্র গুপ্তের এলাহাবাদ প্রশস্তি (খ) চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর আইহোল প্রশস্তি (গ) গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের ভিতারি শিলালিপি (ঘ) গৌতমী বলশ্রী রচিত নাসিক প্রশস্তি।

প্রশ্ন:- কে অশোকের শিলালিপির পাঠোদ্ধার

করেন ?

উত্তর:- উনিশ শতকের খ্যাতনামা প্রত্নতত্ববিদ জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন ।

প্রশ্ন:- ’ হস্তিগুম্ফা লিপি’ থেকে কোন

ভারতীয় রাজার কথা জানা যায় ?

উত্তর:- ’ হস্তিগুম্ফা লিপি’ থেকে কলিঙ্গরাজ খারবেলের কথা জানা যায় ।

প্রশ্ন:- বৈদিক সাহিত্যের কোন অংশকে

বেদান্ত বলা হয় ?

উত্তর:- উপনিষদকে বৈদিক সাহিত্যের বেদান্ত বলা হয়।

প্রশ্ন:-. ভারতের উত্তর-পশ্চিম সীমান্তের

তিনটি গিরিপথের নাম লেখো ।

উত্তর:- তিনটি গিরিপথের নাম -

খাইবার,বোলান, ও গোমাল।

প্রশ্ন:- দক্ষিণ ভারতের একটি প্রধান নদীর নাম লেখো ।

উত্তর:- দক্ষিণ ভারতের একটি প্রধান নদীর নাম গোদাবরী।

প্রশ্ন:- কার আমলে জুনাগড় লিপি রচিত হয় ?

উত্তর:- শক সম্রাট (মহাক্ষত্রপ) রুদ্রদামনের আমলে জুনাগড় লিপি রচিত হয় ।

প্রশ্ন:- কোন শিলালিপি থেকে স্কন্দগুপ্তের হূণ আক্রমণকারীদের পরাজিত করার তথ্য পাওয়া যায় ?

উত্তর:- ভিতারি শিলালিপি থেকে

স্কন্দগুপ্তের হূণ আক্রমণকারীদের পরাজিত করার তথ্য পাওয়া যায় ।

প্রশ্ন:- এলাহাবাদ প্রশস্তি কার রচনা ?

উত্তর:- এলাহাবাদ প্রশস্তি সমুদ্র গুপ্তের

সভাকবি হরিষেণের রচনা ।

প্রশ্ন:- নাসিক প্রশস্তিতে কোন সাতবাহন

রাজার কীর্তি বর্ণিত আছে ?

উত্তর:- নাসিক প্রশস্তিতে সাতবাহন বংশের

শ্রেষ্ঠ রাজা গৌতমীপুত্র সাতকর্ণীর কীর্তি

বর্ণিত আছে ।

প্রশ্ন:- নানাঘাট শিলালিপি থেকে কোন

রাজার সম্বন্ধে জানা যায় ?

উত্তর:- নানাঘাট শিলালিপি থেকে

সাতবাহন রাজা প্রথম সাতকর্ণীর সম্বন্ধে

জানা যায় ।

প্রশ্ন:- নানাঘাট শিলালিপি কার সময়ে

খোদিত হয় ?

উত্তর:- সাতবাহন রাজা প্রথম সাতকর্ণীর সময়ে নানাঘাট শিলালিপি খোদিত হয় ।

প্রশ্ন:- বাণভট্ট কার সভাকবি ছিলেন ?

উত্তর:- বাণভট্ট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন ।

প্রশ্ন:- হর্ষচরিত কার রচনা ?

উত্তর:- হর্ষচরিত হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের রচনা ।

প্রশ্ন:- রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তর:- রাজতরঙ্গিনী গ্রন্থটি কলহন রচনা করেন ।

প্রশ্ন:- কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থটি থেকে

কোন অঞ্চলের ইতিহাস জানা যায় ?

উত্তর:- কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থটি থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায় ।

প্রশ্ন:- অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তর:- অর্থশাস্ত্র গ্রন্থটি চন্দ্রগুপ্ত মৌর্যের

মন্ত্রী কৌটিল্য বা চাণক্য রচনা করেন ।

প্রশ্ন:- আইহোল প্রশস্তি কে রচনা করেন ?

উত্তর:- চালুক্যরাজ দ্বিতীয় পুলাকেশীর

সভাকবি রবিকীর্তি আইহোল প্রশস্তি রচনা

করেন ।

প্রশ্ন:- আইহোল প্রশস্তিতে কোন রাজার

কীর্তি বর্ণনা করা আছে ?

উত্তর:- আইহোল প্রশস্তিতে চালুক্যরাজ দ্বিতীয় পুলাকেশীর কীর্তি বর্ণনা করা আছে ।

প্রশ্ন:- মুদ্রারাক্ষস কার রচনা ?

উত্তর:- মুদ্রারাক্ষস গুপ্তযুগের লেখক-কবি

বিশাখাদত্তের রচনা ।

প্রশ্ন:- ভারতের পুরাণের সংখ্যা কয়টি ?

উত্তর:- পূরাণের সংখ্যা আঠারোটি ।

প্রশ্ন:- প্রাচীন ভারতীয় জাতিগোষ্ঠিকে

প্রধানত কয়টি শ্রেণীতে বিভাক্ত করা যায় ?

উত্তর:- প্রাচীন ভারতীয় জাতিগোষ্ঠিকে

প্রধানত চারটি শ্রেণীতে বিভাক্ত করা যায় -

যথা :- (ক) আর্য জাতি ( খ) দ্রাবিড় জাতি (গ) নেগ্রিটো জাতি (ঘ) মঙ্গোলীয় জাতি ।

প্রশ্ন;- কারা নর্ডিক নামে পরিচিত ?

উত্তর:- আর্যরা নর্ডিক নামে পরিচিত ।

প্রশ্ন:- আর্যজাতির বংশধর কারা ?

উত্তর:- কাশ্মিরী, পাঞ্জাবি প্রভৃতি

আর্যজাতির বংশধর ।

প্রশ্ন:- রাজপুতরা কোন জাতির বংশধর ?

উত্তর:- রাজপুতরা হূন জাতির বংশধর ।

প্রশ্ন:- বুদ্ধচরিতের রচয়িতা কে ?

উত্তর:- কুষাণ যুগের বৌদ্ধ দার্শনিক অশ্বঘোষ বুদ্ধচরিত রচনা করেন ।

প্রশ্ন:- গীতগোবিন্দ কাব্য কে রচনা করেন ?

উত্তর:- কবি জয়দেব গীতগোবিন্দ কাব্য

রচনা করেন।

প্রশ্ন:- গৌরবাহ গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর:- বাকপতি রাজ গৌরবাহ গ্রন্থের রচয়িতা।

প্রশ্ন:- মহাকবি কালিদাসের লেখা

উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ গুলির নাম লেখো

উত্তর:- মহাকবি কালিদাসের লেখা কাব্যগ্রন্থ গুলির মধ্যে ‘ অভিজ্ঞানম শকুন্তলম’ , ‘মেঘদূত’ ,’ মালবিকা’ প্রভৃতি উল্লেখযোগ্য ।

প্রশ্ন:- সিংহলের বৌদ্ধ ধর্মগ্রন্থ গুলির মধ্যে

দুটির নাম কর।

উত্তর:- দীপবংশ ও মহাবংশ ।

প্রশ্ন:- ইন্ডিকা কে রচনা করেন ?

উত্তর:- চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় উপস্থিত গ্রিক্দূত মেগাস্থিনিস ইন্ডিকা রচনা করেন ।

প্রশ্ন:- কোন বিদেশী লেখকের রচনা থেকে

আমরা মৌর্যযুগের ইতিহাস জানতে পারি ?

উত্তর:- চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় উপস্থিত গ্রিক্দূত মেগাস্থিনিসের রচনা থেকে আমরা মৌর্যযুগের ইতিহাস জানতে পারি ।

প্রশ্ন:- সন্ধ্যাকর নন্দী কে ছিলেন ?

উত্তর:- রামচরিত গ্রন্থের রচয়িতা ছিলেন

সন্ধ্যাকর নন্দী ।

প্রশ্ন:- আইন-ই-আকবরি কে রচনা করেন ?

উত্তর:- আবুল ফজল আইন-ই-আকবরি রচনা করেন ।

প্রশ্ন:- প্লিনি রচিত গ্রন্থটির নাম কী ?

উত্তর:- প্লিনি রচিত গ্রন্থটির নাম

ন্যাচারালিস হিস্টোরিয়ো । প্রথম

শতাব্দিতে রচিত এই গ্রন্থ থেকে ভারতের

সঙ্গে রোমান সাম্রাজ্যের বাণিজ্যিক

লেনদেনের পরিচয় পাওয়া যায় ।

Similar questions