India Languages, asked by baishakhidasx17, 4 days ago

10. যাঁরা এই পৃথিবীর মানুষ ছিলেন কিনা তা নিয়ে সন্দেহ যাদের
A) সেকালের দাপুটে জমিদাররা
B) মাছ-ভরা পুকুরের মালিকরা
C) সেকালের মাছের নানা পদের রাঁধুনিরা
D) অনুষ্ঠান বাড়ির কর্তারা​

Answers

Answered by gopalkha98n
3

Answer:

A no hobe because bakigulo faltu

Answered by Anonymous
1

যাঁরা এই পৃথিবীর মানুষ ছিলেন কিনা তা নিয়ে সন্দেহ তাঁরা হলেন - সেকালের মাছের নানা পদের রাঁধুনিরা।

  • উদ্ধৃত অনুচ্ছেদ থেকে আমরা জানতে পারি যে অনুচ্ছেদের বিষয় হল বাঙালির জীবন এবং তার বড় অংশ জুড়ে রয়েছে বাঙালির খাদ্যাভ্যাসের অবিচ্ছেদ্য অঙ্গ মাছ।
  • আলোচনায় উঠে এসেছে যে "মাছে ভাতে" কথাটি এখন বাঙালির জীবনের রোজনামচা। বাঙালির মাছের প্রতি গভীর টানের জন্যই বিভিন্ন মাছের পদের আবিষ্কর্তাদের এখানে ভগবান-সুলভ মর্যাদা দিয়ে দেওয়া হয়েছে রসিকতার সুরে।
  • উপরোক্ত মর্যাদা দেওয়ার জন্যই বলা হয়েছে যে তাঁরা আদৌ পৃথিবীর মানুষ নাকি স্বর্গলোকের বাসিন্দা সেই নিয়ে সবার যথেষ্ট সন্দেহ রয়েছে।
Similar questions