Math, asked by paiktarik, 2 months ago

যে বছর অধিবর্ষ নয় সে বছরের 100 তম দিনটি ইংরেজি কত তারিখ হবে​

Answers

Answered by Manjula29
0

পৃথিবী সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে  প্রায় ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড সময় নেয়, এভাবে প্রতিবছর প্রায় ছয় ঘণ্টা সময় গোনার বাইরে থেকে যায় ও চার বছরে সেটা প্রায় এক দিনের সমান হয়। এই ঘাটতি পুষিয়ে নেয়ার জন্য প্রতি চার বছর পরপর ৩৬৬ দিনে বছর হিসাব করা হয়।প্রতি চার বছরে একবার ফেব্রুয়ারি মাসে ও বাংলা সন মতে ফাল্গুন মাসে এই অতিরিক্ত ১ দিন যোগ হয়। ওই বছর কে অধিবর্ষ বা লিপ ইয়ার বলা হয়।  

যে বছর অধিবর্ষ নয়, সে বছরের প্রথম তিন মাস হল -

জানুয়ারি = ৩১ দিন

ফেব্রুয়ারি= ২৮ দিন

মার্চ          = ৩১ দিন

--------------------------

মোট = ৯০ দিন

বাকি রইল ( ১০০ - ৯০)= ১০ দিন

সুতরাং, যে বছর অধিবর্ষ নয়  সে বছরের 100 তম দিনটি ইংরেজিতে 10 তারিখ হবে​ .

Similar questions