Physics, asked by parimoychakma420, 2 months ago

কোন বৈদ্যুতিক পাওয়ার স্টেশনের ক্ষমতা 1000Mw বলতে কি বুঝ?​

Answers

Answered by pulakmath007
9

সমাধান

প্রশ্ন

কোন বৈদ্যুতিক পাওয়ার স্টেশনের ক্ষমতা 1000Mw বলতে কি বোঝ ?

ধারণা

ক্ষমতা

কার্য করার হারকে ক্ষমতা বলে

অর্থাৎ একক সময়ে যে পরিমাণ কার্য করা হয় তাই হল ক্ষমতার পরিমাপ

ক্ষমতা = P , কৃতকার্য = W ও সময় = t হলে

 \displaystyle \sf{P =  \frac{W}{t} }

∴ কৃতকার্য = ক্ষমতা × সময়

ক্ষমতার একক

একক সময়ে একক পরিমাণ কার্য করার ক্ষমতাকে একক ক্ষমতা বলে

উত্তর

CGS পদ্ধতিতে ক্ষমতার পরম একক হল আর্গ / সেকেন্ড

এক সেকেন্ড সময়ে এক আর্গ পরিমাণ কার্য করার ক্ষমতাকে এক আর্গ / সেকেন্ড বলে

SI পদ্ধতিতে ক্ষমতার পরম একক হল ওয়াট

এক সেকেন্ড সময়ে এক জুল পরিমাণ কার্য করার ক্ষমতাকে এক ওয়াট বলে

ক্ষমতার ব্যবহারিক একক হল ওয়াট ( W )

 \sf{1 \:   \: MW =  {10}^{6}  \:W}

কোন বৈদ্যুতিক পাওয়ার স্টেশনের ক্ষমতা 1000MW বলতে বুঝায়

ঐ বৈদ্যুতিক পাওয়ার স্টেশনটি প্রতি সেকেন্ডে   1000 \times  {10}^{6}  =  {10}^{9}  = 1000000000 জুল তড়িৎশক্তি সরবরাহ করছে।

━━━━━━━━━━━━━━━━

Brainly থেকে আরো জানুন :

1. a^3–21a–20 কে উৎপাদকে বিশ্লেষণ কর

https://brainly.in/question/29098482

2. আয়ত এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য কোথায়

https://brainly.in/question/30329156

Similar questions