সমস্যা - ৩.২৯ : বাণিজ্যিক হাইড্রোক্লোরিক এসিডে 11.8 M HCI আছে। এর ঘনত্ব 1.19 g /mL। এ দ্রবণে HCl এর শতকরা ভর ও মােল ভগ্নাংশ কত হবে?
Answers
Answer:
I don't understand this language plz text in English
বাণিজ্যিক হাইড্রোক্লোরিক অ্যাসিডে HCl-এর শতকরা ভর 36.193% ও মোল ভগ্নাংশ 0.216
আমরা জানি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোলার ভর (HCl) = 36.5 গ্রাম
দেওয়া আছে, বাণিজ্যিক হাইড্রোক্লোরিক অ্যাসিডের
মোলারিটি(M)= 11.8M
ঘনত্ব(d)= 1.19 g/mL
ধরে নিচ্ছি, দ্রবণটির আয়তন(v)= 1000 mL (1L)
তাহলে দ্রবণের ভর(m) = vd = 1000 × 1.19 g = 1190 g
দ্রাবের মোল সংখ্যা(n) = M/v = 11.8M/1L= 11.8 mol
দ্রবণে দ্রাবকের () ভর= 1190-430.7 gm = 759.3 gm
দ্রাবকের মোল সংখ্যা= দ্রাবকের ভর ÷ মোলার ভর = 759.3 gm ÷ 18 gm = 42.183
দ্রবণে দ্রাবের ভর = n × মোলার ভর HCl= 11.8 × 36.5 gm =430.7 gm
শতকরা ভর= (দ্রবণে দ্রাবের ভর ÷ দ্রবণের ভর ) × 100=(430.7÷1190)×100= 36.193%
দ্রাবের মোল ভগ্নাংশ = দ্রাবের মোল সংখ্যা ÷ (দ্রাবের মোল সংখ্যা+দ্রাবকের মোল সংখ্যা)= 11.8 ÷ (11.8+42.83) = 0.216
∴বাণিজ্যিক হাইড্রোক্লোরিক অ্যাসিডে HCl-এর শতকরা ভর 36.193% ও মোল ভগ্নাংশ 0.216
#SPJ3