Biology, asked by eshitagiri2004, 18 days ago

প্রশ্ন;- 11 TSH এর পুরো নাম কি? 12 থাইরক্সিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? এর কাজ লেখ। 13 থাইরয়েড গ্রন্থির অবস্থান লেখ। 14 থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণ ও স্বল্প ক্ষরণের ফলে কি কি লক্ষণ দেখা যায় লেখ। 15 গলগন্ড কেন হয়? 16 ক্যালরিজেনিক হরমোন কাকে বলে এবং কেন? 18 একটি মিশ্র গ্রন্থির নাম লেখ। 19 অগ্নাশয় গ্রন্থি কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন? এর অবস্থান লেখ। 20 এন্টি ডায়াবেটিস হরমোন কাকে বলে? এবং কেন? 21 ইনসুলিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? ইহার কাজ গুলি লেখ। 22 ইনসুলিনের হরমোন কমে গেলে আমাদের দেহে কি রোগ হয়? এর লক্ষণ গুলি লেখ।​

Answers

Answered by moumitagoswamirinku
5

Answer:

TSH ---থাইরয়েড স্টিমুলেটিং হরমোন।12)থাইরেড গ্রন্থির ফলিকিউলির কোশ থেকে। কাজ --1) শক্তি উৎপাদন --থাইরক্সিন হরমোন কলাকোশে শর্করার জারণকে ত্বরান্বিত করে এবং শক্তির মুক্তি ঘটায় তাই একে ক‍্যালোরিজেনিক হরমোন বলে।2)মৌল বিপাকের হার নিয়ন্ত্রণ --এটি কলাকোশে অক্সিজেনের চাহিদা বারায় এবং BMR বৃদ্ধি করে। 3)প্রোটিন ও লিপিড বিপাক -- এটি কলাকোশে প্রোটিন ও লিপিড সংশ্লেষ বৃদ্ধি করে।13)অবস্থান--- ট্রাকিয়া বা শ্বাসনালির অঙ্কদেশে 2-4 ট্রাকিয়াল রিং এর ওপর অবস্থিত।14)অধিক ক্ষরনে এক্সপ্থ‍্যালমিক গয়টার রোগ হয়। কম ক্ষরনে সাধারণ গলগন্ড রোগ হয়।লক্ষন-- ক) গলার সামনের অংশে স্পীত লক্ষ করা যায়।খ)গলার স্বর কর্কশ হয়।গ)শ্বাসকার্য অনেকক্ষেএে কষ্টকর হয়।15) থাইরক্সিন হরমোনের কম বা বেশি ক্ষরনের ফলে হয়।16) 12 question er 1)point ta dekha nao 17)মিশ্র গ্রন্থি --অগ্ন‍্যাশয় বা অন্তঃক্ষরা গ্রন্থি।18)অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরিত হয় যা শরীরের বিভিন্ন বিপাক কিয়ায় সাহায্যে করে এবং বহিঃক্ষরা গ্রন্থি থেকে উৎসেচক ক্ষরিত হয় যা খাদ্য পরিপাকে সাহায্য করে। এ কারণে একে মিশ্র গ্রন্থি বলে।19)পশ্চ‍াৎ পিটুইটারি থেকে যে হরমোন ক্ষরিত হয় 20)অগ্ন‍্যাশয়ের আইলেটস অব ল‍্যাঙ্ঘারহ‍্যানসের B কোশ থেকে ক্ষরিত হয়।

Explanation:

Answered by ans1184
0

Answer:

  1. ইন্সুলিন কে এন্তি দায়বাটিক হরমোন বলা হয় কেনো
Similar questions