13 49 সহযোগিতায় কে সতীদাহ প্রথা আইনের মাধ্যমে নিষিদ্ধ করেন ? |-1; কাকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়। তিন আইন’ কী ?u৪, ইয়ং বোলা’ বা ‘নব্যব’ আন্দোলন বলতে কী বােঝ?ডিরোজিও কে ছিলেন? , কে কবে ‘গ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? কে কবে রামকৃয় মিশনের প্রতিষ্ঠা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত দুটি গ্রন্থের নাম (লেখে। Uk কে কবে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন? 9. কে কবে আর্যসমাজ প্রতিষ্ঠা করেন? 2 কে কবে আলিগড় কলেজের প্রতিষ্ঠা করেন? ৫ লিগড় আন্দোলন বলতে কী বােঝ ? ae, কে কবে নিরাকারী সভা প্রতিষ্ঠা করেন?29, “দিকু’ কাদের বলা হত? বাংলার দুজন দলিত নেতার নাম লেখো। 28, “সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি’ কী? , ৪ মে-র আন্দোলন কবে কোথায় হয়েছিল? 27. চিনে ৪ মে-র আন্দোলনে কে নেতৃত্ব দিয়েছিলেন ? পে
Answers
১/রাজা রামমোহন রায়
২/ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৩/পর্তুগিজ বংশোদ্ভূত হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন হিন্দু কলেজের তরুণ শিক্ষক। তিনি তৎকালীন সমাজের প্রচলিত কুসংস্কার ও অন্ধবিস্বাস দূর করে বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী সমাজ গড়ে তোলার উদ্দেশ্যে ইয়ং বেঙ্গল দল (আন্দোলন) গড়ে তুলেছিলেন।
৪/হেনরি লুই ভিভিয়ান ডিরোজিয়ো একজন ইউরেশীয় কবি, যুক্তিবাদী চিন্তাবিদ ও শিক্ষক। তরুণ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিয়ো মাত্র সতেরো বছর বয়সে কলকাতা হিন্দু কলেজের শিক্ষক নিযুক্ত হন। তিনি ইংরেজি সাহিত্য ও ইতিহাস পড়াতেন এবং তাঁর পাঠদানের পদ্ধতি ছিল তার ধ্যান-ধারণার মতোই গতানুগতিকতামুক্ত।
৫/১৮২৮ সালে ডিরোজিও ও তাঁর ছাত্রেরা 'অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন' গঠন করেন।
৬/১৮৯৭ সালের ১ মে রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন।
৭/ ভবিদ্যাসাগর রচিত গ্রন্থাবলির মধ্যে উল্লেখযোগ্য শিক্ষামূলক গ্রন্থ : 'বর্ণপরিচয়' (১ম ও ২য় ভাগ, ১৮৫৫), 'ঋজুপাঠ' (১ম, ২য় ও ৩য় ভাগ, ১৮৫১-৫২), 'সংস্কৃৃত ব্যাকরণের উপক্রমণিকা' (১৮৫১), 'ব্যাকরণ কৌমুদী' (১৮৫৩); অনুবাদ গ্রন্থ : হিন্দি থেকে বাংলা 'বেতাল পঞ্চবিংশতি' (১৮৪৭), সংস্কৃৃত থেকে বাংলা 'শকুন্তলা' (১৮৫৪), 'সীতার বনবাস'
৮/Uk কে কবে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন১৮৬৭-এ ভারতে।
৯/১৮৭৭ সালের ৮ জানুয়ারি ভারতের ভাইসরয় লর্ড লিটন 'মোহামেডান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজ'-এর ভিত্তি স্থাপন করেন। এটিই পরবর্তীকালে আলিগড় কলেজ হিসেবে প্রসিদ্ধি লাভ করে। ১৮৮০ সালের পর থেকে স্যার সৈয়দের এ প্রচেষ্টা মুসলিম সমাজে সাড়া জাগাতে সক্ষম হয়।
১০/
১১/উঃ কেশব চন্দ্র সেননিরাকারী সভা প্রতিষ্ঠা করেন
১২/ছোটনাগপুর অঞ্চলের বাইরে থেকে আগত হিন্দু মুসলিম শিখ মহাজনদের কোন উপজাতি গোষ্ঠীর লোকেরা দিকু বলে সম্বোধন করত। ১৮৫৫ খ্রিস্টাব্দে বিহারের ছোটনাগপুর অঞ্চলের এক বিস্তীর্ণ এলাকায় সাঁওতাল বিদ্রোহ হয়।
১৩/বাংলার দুজন দলিত নেতার নাম হল -- হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুর।
১৪/ব্রিটিশ সরকার ভারতে তাদের শাসনকে নিরাপদ ও দীর্ঘস্থায়ী করার উদ্দেশ্যে হিন্দু, মুসলিম-সহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চালায়। এজন্য সরকার ভারতে বিভাজন ও শাসননীতি অনুসরণ করে। সরকারের বিভাজন ও শাসননীতিকে কার্যকরী করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডােনাল্ড ১৯৩২ খ্রিস্টাব্দের আগস্ট মাসে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের কথা ঘােষণা করেন। তার এই নীতি 'সাম্প্রদায়িক বাঁটোয়ারা' নামে পরিচিত।
১৫//১৯০১৯ সালের ৪ মে তিয়েন -আন-মেন এ মে-এর এর আন্দোলন হয়েছিল।
১৬/মাও ৎসে-তুং চিনে ৪ মে-র আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।