Science, asked by bulgaasd, 10 months ago

কোন এক বাজারে পাটের ব্যাগ নিমোর সময়ে উৎপাদনকারী পাইকারি বিক্রেতা ও খুচরা ব্যবসায়
যথাক্রমে 15%, 20% ও 25% লাভ করেন। এখন যদি কোনো একটি ব্যাগ উৎপাদনকারী, পাইকারি
বিক্রেতা ও খুচরো ব্যবসায়ীর মধ্য দিয়ে কেতার কাছে পৌঁছায়, তবে নীচের প্রশ্নের উত্তর খুঁজি:
(i) যে ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে তার উৎপাদন খরচ হিসাব করে লিখি।
(ii) যে ব্যাগের খরচ 140 টাকা সেই বাগ ক্রেতা কী দামে কিনবে হিসাব করে লিখি।
(iii) খুচরা ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে?
হিসাব করে লিখি।
(iv) পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে?
হিসাব করি।​

Answers

Answered by Abhishek073
2

Answer:

Explanation:

সোনালী ব্যাগ হলো পাট থেকে উদ্ভাবিত এক ধরনের পলিথিন ব্যাগ।[১][২][৩] পাট থেকে পলিথিন ব্যাগ উৎপাদনের এই প্রক্রিয়াটি আবিষ্কার করেছেন বাংলাদেশী বিজ্ঞানী মোবারক আহমদ খান।এটি একটি সেলুলোজ-ভিত্তিক বায়োডিগ্রেডেবল বায়োপ্লাস্টিক, যা প্লাস্টিক ব্যাগের একটি বিকল্প। পাট থেকে এই সেলুলোজকে সংগ্রহ করা হয়, যেখানে পাট হচ্ছে পৃথিবীর অন্যতম প্রধান আঁশ শস্য

Similar questions