Geography, asked by loknathmal31, 8 days ago

15°ব্যবধানে 45 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 45 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং 45 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 45 ডিগ্রি পশ্চিম দাগিমা পর্যন্ত বিস্তৃতঅঞ্চলের একটি সম ক্ষেত্রফল বিশিষ্ট বেলনাকৃতি অভিক্ষেপ অঙ্কন করো যার R.F.1:130000000।প্রদত্ত R.F.থেকে রৈখিক স্কেল অংকন করো এবং অভিক্ষেপ টির অঙ্কন পদ্ধতি করো।​

Answers

Answered by anitagupta3682
0

Answer:

পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর-দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষরেখা বলে। এ অক্ষরেখার উত্তর-প্রান্ত বিন্দুকে উত্তর মেরু বা সুমেরু এবং দক্ষিণ-প্রান্ত বিন্দুকে দক্ষিণ মেরু বা কুমেরু বলে। দুই মেরু থেকে সমান দূরত্ব পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয় তাকে বলা হয় নিরক্ষরেখা বা বিষুবরেখা। পৃথিবীর গোলীয় আকৃতির জন্য এ রেখা বৃত্তাকার, তাই এ রেখাকে নিরক্ষবৃত্তও বলা হয়। নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণে সমান দুই ভাগে ভাগ করেছে। নিরক্ষরেখার উত্তর দিকের পৃথিবীর অর্ধেককে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ দিকের পৃথিবীর অর্ধেককে দক্ষিণ গোলার্ধ বলা হয়। নিরক্ষরেখার সাহায্যে উত্তর ও দক্ষিণ গোলার্ধের কোনো স্থানের কৌণিক দুরত্ব স্থির করা হয়; নিরক্ষরেখা থেকে পৃথিবীর উত্তর ও দক্ষিণে কোনো স্থানের কৌণিক দুরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলা হয়। নিরক্ষরেখা থেকে পৃথিবীর উত্তর ও দক্ষিণে কোনো স্থানের কৌণিক দুরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলা হয়।অক্ষাংশের ভিন্নতা ও পরিবর্তনের সাথে সাথেই জলবায়ুরও তারতম্য ঘটে।

Explanation:

please select the brain list answer

Similar questions