কোনাে পরিবাহীর মধ্যে দিয়ে 16 অ্যাম্পিয়ার তড়িৎপ্রবাহ গেলে প্রতি সেকেণ্ডে তার মধ্যে দিয়ে প্রবাহিত ইলেক্টনের
সংখ্যা নির্ণয় করাে। (ইলেক্ট্রনের আধান 1.6x10-19 কুলম্ব ধরে নাও)।
Answers
Answered by
20
Answer:
কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে এক কুলম্ব আধান প্রবাহিত হলে ওই পরিবাহীর মধ্য দিয়ে এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে বলা হয়।
তাই এক্ষেত্রে প্রবাহমাত্রা 16 অ্যাম্পিয়ার । অর্থাৎ ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 16 কুলম্ব আধান প্রবাহিত হচ্ছে।
আমরা জানি, আধান= তড়িৎ প্রবাহ × সময়
প্রতি সেকেন্ডে প্রবাহিত মোট আধান 1.6×10−19 কুলম্ব
একটি ইলেকট্রনের আধান এর মান 1.6×10−19 কুলম্ব
অতএব পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত মোট ইলেকট্রন সংখ্যা =qe=161.6×10−19 টি =/1/6/1/6×10−20 টি
=110−20=1020 টি
Similar questions