180৹ দারিদ্রের সম্পূর্ণ অনুসরণ করে মানচিত্র আনুপাতিক তারিখ লেখা অঙকনকরাহ
Answers
Answer:
কল্পিত আন্তর্জাতিক তারিখ রেখা বা ১৮০ ডিগ্রি দ্রাঘিমা রেখা সােজা টানলে দেশ এবং অনেক দ্বীপের উপর দিয়ে ধরা হতাে । ঐ দ্বীপগুলাে কোন দেশর অংশ । তখন দিন , তারিখ নিয়ে ঐসব দেশ সহকারে দ্বীপবাসীরা সমস্যায় পড়তাে । ম্যাপ দেখলে সহজেই বুঝতে পারবেন যে , আন্তর্জাতিক তারিখ রেখা কেবল সমুদ্রের বরাবর অর্থাৎ কোন স্থলভাগের উপর দিয়ে । ধরা হয় নি।তারিখ রেখা বা আন্তর্জাতিক তারিখ রেখা একটি কাল্পনিক রেখা , বস্তুত 1 ১৮০ ° দ্রাঘিমা বা মধ্যরেখা , যেখানে দিনের আনুষ্ঠানিক সূচনা বা সমাপ্তি ধরা হয় । এর সন্নিহিত সীমানা +১২ এবং ১২ দুটি সময়ক্ষেত্রে বিভক্ত । মধ্যরেখা থেকে পূর্বদিকে যাওয়ার সময়ে কোনাে ব্যক্তি প্রতি ১৫ ° দ্রাঘিমান্তরের জন্য ১ ঘণ্টা সময় লাভ করে । আবার পশ্চিমদিকে যাওয়ার সময়ে কোনাে ব্যক্তি প্রতি ১৫ ° দ্রাঘিমান্তরের জন্য ১ ঘণ্টা সময় হারায় । যেকোনাে মধ্যরেখা থেকে পরস্পরের বিপরীত দিকে একই গতিতে পরিভ্রমণরত দুই ব্যক্তি একই সময়ে পরস্পরের সঙ্গে মিলিত হবেন , কিন্তু তাদের মধ্যে দিনের পার্থক্য হবে পুরাে একদিন । যদি পূর্বদিকে রবিবার হয় তবে তারিখ রেখা পার হওয়ার সাথে সাথে তা হবে সােমবার । ১৮০ ° মধ্যরেখা গ্রিনীচ মান বা শূন্য ডিগ্রি দ্রাঘিমা থেকে ঠিক মাঝখানের দূরত্বে অবস্থিত । এছাড়া এই লাইনটি বৃহত্তম মহাসাগরের মাঝ বরাবর পড়ায় দিনান্তরের সমস্যাটি অধিক সংখ্যক জনগােষ্ঠীকে প্রভাবিত করে না ।
Hope this helps you
Explanation:
hope it will help you
follow me