সনদে ক-টি অধ্যায় আছে?
19 টি সনদ আছে
Answers
Answer:
Answer_verified_by_topper
1. ‘UNESCO' কথাটির পুরো অর্থ কী? – সম্মিলিত জাতিপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা।
2. 1915 খ্রিস্টাব্দে হাওয়ার্ড ট্যাফটের নেতৃত্বে আমেরিকা যুক্তরাষ্ট্রে যে গোষ্ঠীর পত্তন ঘটেছিল সেটি কী নামে পরিচিত? - ‘লিগ টু এনফোর্স পিস’
3. 1931 খ্রিস্টাব্দে জাতিসংঘের সচিবালয়ের সদস্য সংখ্যা কত ছিল? – 707
4. IMF কথাটির পুরো অর্থ কী? - আন্তর্জাতিক অর্থভাণ্ডার।
5. UNO-র পুরো নাম কী ? - United Nations Organisation
6. WHO-এর সম্পূর্ণ নামটি - World Health Organisation
7. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত? - 54 জন
8. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনে ক-টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন আছে? - 5টি
9. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ক-টি এজেন্সি আছে? - 14টি এজেন্সি
10. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থা বা এজেন্সির নাম - WHO এবং IMF
11. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যরা কীসের ভিত্তিতে নির্বাচিত হন? - ভৌগোলিক অবস্থানের
12. আটলান্টিক সনদ কৰে স্বাক্ষরিত হয়? - 1941 খ্রিস্টাব্দে
13. আটলান্টিক সনদ কোথায় স্বাক্ষরিত হয়েছিল? - নিউ ফাউন্ডল্যান্ডের কাছে উত্তর আটলান্টিক মহাসাগরে প্রিন্স অফ ওয়েলস’ নামে এক যুদ্ধজাহাজে
14. আটলান্টিক সনদে কারা স্বাক্ষর করেন? - মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল
15. আন্তর্জাতিক বিচারালয় কতজন বিচারপতি নিয়ে গঠিত হয় ? - 15 জন
16. আন্তর্জাতিক বিচারালয় কতজন বিচারপতিনিয়ে গঠিত? - 15 জন
17. আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? - নেদারল্যান্ডসের হেগ শহরে
18. ইয়াল্টা সম্মেলন কৰে অনুষ্ঠিত হয়েছিল? - 1945 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে
19. ইয়াল্টা সম্মেলনে কী নিয়ে আলোচনা হয় ? - ‘ভেটো সমস্যা
20. কত খ্রিস্টাব্দে লিগের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়? - 1920 খ্রিস্টাব্দের 10 জানুয়ারি
21. কতখ্রিস্টাব্দে জাতিসংঘের সদস্য সংখ্যা ছিল সর্বাধিক? - 1934 খ্রিস্টাব্দে
22. কবে জাতিসংঘের চুক্তিপত্রটি গৃহীত হয়? - 1919 খ্রিস্টাব্দের 28 এপ্রিল
23. কাকে রাষ্ট্রসংঘের দূত বলা হয় ? - মহাসচিবকে
24. কাদের নিয়ে জাতিসংঘের সভা গঠিত ছিল? - জাতিসংঘের সমস্ত সদস্য রাষ্ট্র নিয়ে
25. কারা মহাসচিব পদের প্রার্থী হবেন না? - নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রের কোনো নাগরিক
26. কীভাবে জাতিপুঞ্জের সনদ সংশোধন করা হয়? - নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের অনুমোদনক্রমে সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের দুই-তৃতীয়াংশের ভোটে
27. কে জাতিসংঘের খসড়া কমিটির সভাপতি ছিলেন ? - মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন
28. কোন বিশ্বযুদ্ধ চলাকালীন অবস্থায় মিত্রশক্তিবর্গ একটি আন্তর্জাতিক শান্তি সংগঠন প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করেছিল? - দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন
29. কোন্ বিশ্বযুদ্ধ জাতিসংঘের ব্যর্থতাকে চূড়ান্তভাবে প্রমাঙ্গ কারেছিল? - দ্বিতীয় বিশ্বযুদ্ধ
30. জাতিপুঞ্জের কার্যনির্বাহক কমিটি কাকে বলা হয় ? - নিরাপত্তা পরিষদকে
31. জাতিপুঞ্জের কোন বিভাগ সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত ? - অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
32. জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত?- 5
33. জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? - নরওয়ের তৎকালীন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ট্রিগভি লি
34. জাতিপুঞ্জের প্রধান উদ্দেশ্য কী? - আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা করা ও বিশ্ববাসীর নিরাপত্তা রক্ষা করা।
35. জাতিপুঞ্জের বিশ্ব পার্লামেন্ট কোন্ বিভাগকে বলা হয়? - সাধারণ সভাকে
36. জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদকতবছর? -5 বছর।
37. জাতিপুঞ্জের মুখ্য প্রশাসক কে? - সচিবালয়ের প্রধান বা মহাসচিবকে
38. জাতিপুঞ্জের সদর দপ্তরটি কোন্ শহরে অবস্থিত? - নিউইয়র্ক শহরে
39. জাতিপুঞ্জের সনদে ক-টি অধ্যায় আছে? - 19 টি
40. জাতিপুঞ্জের সনদে ক-টি ধারা আছে? - 111 টি
41. জাতিপুঞ্জের সনদের কত নং ধারায় উদ্দেশ্যগুলি বর্ণিত - 1নং ধারায়
42. জাতিপুরে সচিবালয় কবে প্রতিষ্ঠিত হয় ? - 1946 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি
43. জাতিপুরে সচিবালয়েকজন সহকারী মহাসচিব থাকেন? - আটজন
44. জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? - 1920 খ্রিস্টাব্দের 10 জানুয়ারি
45. জাতিসংঘ প্রথম থেকেই দুর্বল ছিল কেন ? - মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া দুই শক্তিধর দেশ জাতিসংঘের সদস্য হয়নি।