Environmental Sciences, asked by ritabarmancom994, 1 month ago

19 IS . (যে-কোনো এIS) 3X1=3 | দুটি গ্লাস নেওয়া হল। একটি গ্লাসে ফ্রিজ থেকে বের করা শীতল জল ও অপর একটি গ্লাসে উষ্ণ জল নেওয়া হল। এবার দুটি গ্লাসেই এক ড্রপ করে কালির ফোঁটা ফেলা হল। দুটি গ্লাসেই জলের অণু কালির অণুর সঙ্গে মিশে ব্যাপন প্রক্রিয়া সম্পন্ন করবে। এক্ষেত্রে কোন্ গ্লাসটিতে দ্রুত ও কোটিতে ধীরে ব্যাপন প্রক্রিয়া সম্পন্ন হবে, তা কারণসহ উল্লেখ করাে। ​

Answers

Answered by chowdhurysagnik2000
0

Answer:

উষ্ণ জল যুক্ত গ্লাসে ব্যাপন প্রক্রিয়া দ্রুত ও শীতল জল যুক্ত গ্লাসে ব্যাপন প্রক্রিয়া ধীরে সম্পন্ন হবে

Explanation:

আমরা জানি যে উষ্ণতা বৃদ্ধিতে ব্যাপন হার বৃদ্ধি পায়। কারণ উষ্ণতা বৃদ্ধি পদার্থের অনুগুলির গতিশাক্তি বাড়িয়ে দেয় ফলে তারা উচ্চ ঘনত্বের স্থান থেকে দ্রুত নিম্নঘনত্বের স্থানের দিকে প্রবাহিত হয়। ফলে ব্যাপন হার বৃদ্ধি পায়। ফলে, উষ্ণ জল যুক্ত গ্লাসে ব্যাপন দ্রুত ও শীতল জল যুক্ত গ্লাসে ব্যাপন ধীরে সম্পন্ন হবে.

Similar questions