2. একটি বাক্যে উত্তর দাও :
1. রাঁচি কী জন্য বিখ্যাত?
2. যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যে হয়’ প্রবাদটির অর্থ কী ?
3. ভূতদের স্বভাব কেমন ?
4. ঘণ্টাদুয়েক পর গাড়িটা কোথায় পৌঁছেছিল ?
Answers
Answer:
1. রাঁচি পাহাড়ের জন্য বিখ্যাত।
2. কোনো বিপদ এড়াতে চাইলেও সেই বিপদের সামনে পড়া। =যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যে হয়’ প্রবাদটির অর্থ
3.ভুতেরা সাধারণত কৃপা করে দেখা দেয় না।
4. ঘণ্টাদুয়েক পর গাড়িটা লেভেল ক্রসিংয়ের মুখে পরেছিল।
Answer:
1.রাঁচি ঝাড়খণ্ডের রাজধানী। জঙ্গল আর আদিবাসী অধ্যুষিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছোটনাগপুর মালভূমির কেন্দ্রস্থলে ৬৫২ মিটার উঁচুতে রাঁচি শহর। পশ্চিমে রাঁচি পাহাড় আর উত্তরে মোরাবাদি অর্থাৎ টেগোর হিল। তারই মাঝে রাঁচি লেক-কে ঘিরে গড়ে উঠেছে রাঁচি শহর।
রাঁচি লেকের কাঁধে ভর করে শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে রয়েছে রাঁচি হিলস। মন্দির রয়েছে শিবের, পাহাড় শীর্ষে আরও আরও দেবতারও মন্দির রয়েছে। মন্দির থেকে শহরের দৃশ্যও সুন্দর দৃশ্যমান। আর আছে রাঁচির থেকে ৬ কিমি দূরে উপকণ্ঠে নামকুম।
2.যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যে হয়’ প্রবাদটির অর্থ কোনো বিপদ এড়াতে চাইলেও সেই বিপদের সামনে পড়া।
3.ভূতদের স্বভাব হয় শয়তান প্রকৃতির |
4.ঘণ্টাদুয়েক পর গাড়িটা একটি লেভেল ক্রসিংয়ের মুখে পৌঁছেছিল ।